X
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
১৪ চৈত্র ১৪২৯

সংসদে বিবর্তনবাদ নিয়ে বিতর্ক, ব্লাসফেমি আইন চান জাপা এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২২:৩৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২২:৩৪

পাঠ্য পুস্তকে ডারউইনের বিবর্তনবাদ অন্তর্ভুক্ত করার কঠোর সমালোচনা করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি বলেন, ‘বানর থেকে মানুষ হয়— এটা ধর্মবিরোধী প্রচার। মুসলমান হিসেবে আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার সুযোগ নেই। এটা ইসলামের প্রতি আঘাত। এ বিষয়ে ব্লাসফেমি আইন করা উচিত।’

সোমবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় এসব কথা বলেন টিপু।

শিক্ষার মান উন্নত করার দাবি করে গোলাম কিবরিয়া টিপু বলেন, ‘আমরা দেখলাম ডারউইন থিউরি। বানর থেকে মানুষ হয়। এটা আমাদের ধর্মবিরোধী প্রচার। আমরা মুসলমান। বিশ্বাস করি, আমরা আদমের সন্তান। এখানে বানর থেকে মানুষ হওয়ার কোনও সুযোগ নেই। এরা ইসলামের প্রতি আঘাত করেছে। এই দেশে ব্লাসফেমি আইন করা উচিত। জার্মানিতে ব্লাসফেমি আইন আছে। প্রয়োজন হলে তাদেরটা এনে দেখে কিছু কাটছাট করে আমাদের দেশে যারা ধর্মবিরোধী কর্মকাণ্ড করে, ব্লাসফেমি আইন করে তাদের বিচার করতে হবে। না হয় দেশে অরাজকতা সৃষ্টি হবে।’

তিনি বলেন, ‘কোনও ধর্মপ্রাণ মুসলমান এটা মেনে নেয় না। আপনাদের কাছ পর্যন্ত এ আওয়াজ আসে কিনা জানি না। আমরা বাইরে চলি মানুষের কথা শুনি। বানর থেকে মানুষ হওয়া নিয়ে মানুষ কী বলে… মানুষ আগ্নিগিরির মতো অবস্থায় আছে। প্রত্যেকটা মুসলমানের ধর্মে আঘাত করেছে।’ পাঠ্য প্রস্তকে কারা এসব বিতর্কিত বিষয় দিয়েছে, তা বের করতে একটি কমিশন গঠনের দাবি জানান তিনি।

জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘এই সরকারকে বিতর্কিত অবস্থায় ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছে। সরকার ব্যাপক উন্নয়ন করেছে। কোনও শত্রুও এটা অস্বীকার করতে পারবে না। এত উন্নয়ন হয়েছে। এই পরিমাণ উন্নয়ন আগে হয় নাই। বড় কাজ করলে সমালোচনা থাকবেই। যে কাজ করে না তার সমালোচনা নাই।’

ডলারের সংকটের জন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও লিজিং কোম্পানিগুলো দায়ী বলে দাবি করেন টিপু। তিনি বলেন, ‘এরা রক্ষক হয়ে মানুষের আমানত ভক্ষণ করেছেন। যোগসাজশে বিভিন্ন জায়গায় লস প্রকল্প তৈরি করেছেন।’ আগামী তিন থেকে চার মাসের মধ্যে ডলার সংকট কেটে যাবেও বলে মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংক এ সব তদন্ত সঠিকভাবে করছে না বলে দাবি করে টিপু বলেন, ‘তারা যদি সঠিকভাবে করতো, তাহলে এই দেশে এত ঋণখেলাপি হতো না। যে সব ব্যাংক ঋণখেলাপি হচ্ছে বেশি এবং ইচ্ছাকৃত যোগসাজশে ঋণ খেলাপি করছে, তাদের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ বাতিল করে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগ করা হোক।’

১০ শতাংশ করে বিদেশ থেকে অপ্রদর্শিত আয় দেশে আনার সুযোগ দেওয়ার পর কত টাকা দেশে ফেরত এসেছে, তা জানাতে আগামী অধিবেশনে অর্থমন্ত্রীর বক্তব্য দাবি করেন তিনি।

আর্থিক প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন জাপার এ এমপি। তিনি বলেন, ‘বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখে। শীত আসলে বাংলাদেশ ব্যাংকের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দুই, তিন, চার হাজার কম্বল দিয়ে আসলো। কোরবানি ঈদে গরু দিয়ে আসলো। রোজার ঈদে প্যাকেট পাঠিয়ে দিলো। এরপর এরা আর খারাপ ব্যাংকগুলোর বিষয়ে খবর রাখে না, এরা ওভারকাম করে যায়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও দায়দায়িত্ব এড়াতে পারে না। তাদেরও প্রশ্নের সম্মুখীন করে দোষী হলে আইনের আওতায় আনতে হবে।’

আরও বক্তব্য রাখেন সরকার দলীয় সংসদ সদস্য ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এস এম শাহজাদা, পংকজ নাথ, নজরুল ইসলাম বাবু, আশেক উল্লাহ রফিক প্রমুখ।

 

/ইএইচএস/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাকওয়া অর্জনের মাস রমজান
তাকওয়া অর্জনের মাস রমজান
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯
সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত, আহত ২৯
জনবল-সরঞ্জাম সংকটে ভুগছে নীলফামারীর ৮ ফায়ার স্টেশন
জনবল-সরঞ্জাম সংকটে ভুগছে নীলফামারীর ৮ ফায়ার স্টেশন
টিভিতে আজকের খেলা (২৮ মার্চ, ২০২৩)
টিভিতে আজকের খেলা (২৮ মার্চ, ২০২৩)
সর্বাধিক পঠিত
‘ব্রয়লারের দাম ১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ টাকা কীভাবে হলো গোয়েন্দা সংস্থা দেখছে’
‘ব্রয়লারের দাম ১৯০ টাকা ঘোষণা দিয়ে ১৬০ টাকা কীভাবে হলো গোয়েন্দা সংস্থা দেখছে’
চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!
চ্যাটিং অ্যাপ থেকে ব্ল্যাকমেইলিংয়ের শিকার স্থপতি ইমতিয়াজ!
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
‘বিরল ভাষণে’ যে হুঁশিয়ারি দিলেন মিয়ানমার সেনাপ্রধান
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা
প্রধানমন্ত্রীর নির্দেশে সংশোধন হচ্ছে মোটরসাইকেল নীতিমালা