X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

জাপা ভাঙবে না, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো: জিএম কাদেরকে আনিসুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৫, ১৫:৫২আপডেট : ১০ জুলাই ২০২৫, ২০:৪৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের উদ্দেশে সদ্য অব্যাহতি পাওয়া সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘সাহস থাকলে কাউন্সিল করুন। আমি নিজে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমার প্যানেলে মহাসচিব থাকবেন রুহুল আমিন হাওলাদার। নির্বাচনে আসেন, আমি দেখতে চাই আপনি কত ভোট পান।’

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় সাবেক এমপি ও দলটির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা ও কুমিল্লার সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলনের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা যোগ দেন আনিসুল ইসলামদের অংশে।

এ সময় আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বর্তমান রাষ্ট্রের নতুন প্রেক্ষাপটে জাতীয় পার্টির বিরাট সম্ভাবনা আছে। এই সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা দলকে ঐক্যবদ্ধ করছি। কোনভাবেই জাতীয় পার্টিতে ভাঙতে দেওয়া হবে না।

‘অনেক কষ্ট করে এই পার্টি করেছি, এই পার্টি যেন মুসলিম লীগ, জাসদের মতো হয়ে না যায়। সেজন্য জাতীয় পার্টিকে বড় করার চেষ্টা করছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি, জাতীয় পার্টি ভাঙবে না, আরও বৃহৎ হবে।’

এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বাংলাদেশে একটি জাতীয় পার্টি থাকবে। দুইটা জাতীয় পার্টি থাকবে না। কোনও সিন্ডিকেটের মধ্যে জাতীয় পার্টি বন্দী থাকবে না। জাতীয় পার্টি হবে সকল তৃণমূলের নেতাকর্মীদের।’

মুজিবুল হক চুন্নু বলেন, ‘জিএম কাদের অসাংগঠনিক, অগণতান্ত্রিক ও বেআইনিভাবে আমাদের ১১ জনকে অব্যাহতি দিয়েছেন। এই অব্যাহতি আমরা মানি না।’

লিয়াকত হোসেন খোকা তার বক্তব্যে বলেন, ‘আমি জিএম কাদেরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করবার জন্য। কিন্তু আমি ব্যর্থ হয়েছি।’

জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু হোসেন বাবলা, রহমান টেপা, শফিকুল ইসলাম সেন্টু, এটিইউএম তাজ রহমান,  নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, মাসরুর মওলা, জসীম উদ্দীন ভূঁইয়া।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার বাংলাদেশকে টি-টোয়েন্টি শেখাচ্ছে শ্রীলঙ্কা
এবার বাংলাদেশকে টি-টোয়েন্টি শেখাচ্ছে শ্রীলঙ্কা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
কিয়েভে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা
কিয়েভে ইউক্রেনীয় গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা
গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই: নাহিদ ইসলাম
গণহত্যার বিচার, নতুন সংবিধান ও বিচারব্যবস্থার মৌলিক সংস্কার চাই: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন ‘রাজসাক্ষী’ সাবেক আইজিপি মামুন
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার