X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মোসাদের সঙ্গে বিএনপির সম্পর্ক খতিয়ে দেখা হোক: তরিকত ফেডারেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ১৭:৫২আপডেট : ১৪ মে ২০১৬, ২৩:০৩

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী ও মহাসচিব এম এ আউয়াল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপি-জামায়াতের সম্পর্ক খতিয়ে দেখতে সরকারের প্রতি জোরালো দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক  বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব এম এ আউয়াল এমপি।
শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক  যৌথ বিবৃতিতে তারা মোসাদের প্রভাবশালী চর মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠকের বিষয়ে তদন্ত করে দ্রুত তাকে গ্রেফতারের আহ্বান জানান।
যুক্ত বিবৃতিতে সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী এমপি ও মহাসচিব এম এ আউয়াল এমপি বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর থেকে বিএনপি-জামায়াত নানা ধরনের অগণতান্ত্রিক ও অস্বচ্ছ পথে সরকারপতনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুনসন্ত্রাসের পাশাপাশি পেট্রোল বোমায় মানুষ মেরে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন খালেদা জিয়াসহ তার নেতৃত্বাধীন বিএনপি-জামায়াত নেতারা। ওই অপকর্মের ধারাবাহিকতায় দিল্লিতে মোসাদের সঙ্গে বৈঠক করেছেন আসলাম চৌধুরী।
তরিকতের দুই শীর্ষনেতা দাবি করেন, মোসাদ প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতার বৈঠককে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। অপশক্তি ইসরায়েল আরববিশ্বসহ পুরো ফিলিস্তিনের ইন্তেফাদার আন্দোলনকে ধ্বংস করার যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হায়েনাসংবলিত মুখ এখন বাংলাদেশের দিকে ফিরেছে। এই দেশকেও তারা ফিলিস্তিনের মতো ধ্বংস করতে চায়। আর বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে ব্যর্থ হয়ে তাদের সঙ্গে হাত মিলিয়েছে।

আরও পড়ুন-  মোসাদের সঙ্গে বিএনপির সম্পর্ক খতিয়ে দেখা হোক: তরিকত ফেডারেশন ভোটাররা সরাসরি দলকে ভোট দেবেন, প্রার্থীকে নয়: এরশাদ

তারা আরও বলেন, মোসাদের সঙ্গে বিএনপি নেতার বৈঠক নিছকই সরকার হটানোর পরিকল্পনা নয়, এটা বাংলাদেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার শুরু মাত্র। সরকার দ্রুত এর পেছনের পুরো শক্তিকে চিহ্নিত করে শাস্তি না দিলে  দ্রুতই এর  খারাপ পরিণতি দেখতে হতে পারে।

বাংলাদেশ তরিকত ফেডারেশন মনে করছে, বাংলাদেশে চলমান ব্লগার, পীর-মাশায়েখ, ইমাম হত্যাকাণ্ডসহ নানা ধরনের পরিকল্পিত হত্যাকাণ্ডের পেছনেও বহির্বিশ্বের কোনও শক্তি জড়িত থাকতে পারে। বিএনপি নেতা আসলাম চৌধুরীকে গ্রেফতার করে পুরো রহস্য উদ্ঘাটন করতে হবে।

তরিকত ফেডারেশন সরকারকে হুঁশিয়ার করে বলেছে, দ্রুত মোসাদের সঙ্গে বিএনপির নেতার বৈঠকের বিষয়টি দেশবাসীকে জানাতে হবে এবং আসলাম চৌধুরীকে গ্রেফতার করে এর পুরো রহস্য গণমাধ্যমে প্রকাশ করতে হবে।

এসটিএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে