X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত না হওয়াই ভালো: শিরিন আখতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০১৬, ২৩:৩০আপডেট : ১৩ জুন ২০১৬, ২৩:৩০

শিরিন আখতার জাসদকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্য বিনষ্ট করবে বলে মনে করেন জাসদ (ইনু) সাধারণ সম্পাদক শিরিন আখতার। তিনি বলেন, নিজেদের মধ্যে যুদ্ধ লিপ্ত না হওয়াই ভালো।
সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ জাসদের ধারক-বাহকদের শতভাগ ভণ্ড বলে উল্লেখ করেন। সরকারের মন্ত্রিসভার সদস্য জাসদের সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এদের একজনকে আবার মন্ত্রিত্বও দেওয়া হয়েছে, যার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে আজীবন করতে হবে।’ জাসদই বঙ্গবন্ধুকে হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল বলেও অভিযোগ করেন আশরাফ।

সৈয়দ আশরাফের এ ধরনের বক্তব্যের পর শিরিন আখতার বাংলা ট্রিবিউনের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের বিরুদ্ধে যখন লড়াই চলছে, যুদ্ধাপরাধীদের বিচারের ইস্যুতে আমরা যখন মুক্তিযুদ্ধের সব শক্তিকে ঐক্যবদ্ধ করছি, তখন এ ধরনের বক্তব্য মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ঐক্যকে বিনষ্ট করবে, বিভ্রান্তি তৈরি করবে।’
তিনি বলেন, ‘পরাজিত শক্তি বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাসীদের কোণঠাসা করার যুদ্ধে লিপ্ত আছি সেই সময় নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত না হওয়াই শ্রেয়।’
জাসদের অপর অংশের সভাপতি শরিফ নুরুল আম্বিয়ার কাছে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘জনাব হাসানুল হক ইনুই তো মন্ত্রিসভায় আছেন। কাজেই তাকে জিজ্ঞাসা করা উচিত। আর সরকারের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তি বিষয়টি নিয়ে যখন কথা বলেছেন, সেটার বিষয়ে ভালো করে না জেনে না বুঝে মন্তব্য করা ঠিক হবে না। আমরা বিষয়টি দেখে আগামীকাল গণমাধ্যমকে আমাদের প্রতিক্রিয়া জানাব।’

মুক্তিযুদ্ধের পর বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে গঠিত জাসদ গত ৪৫ বছরে কয়েক দফায় খণ্ডবিখণ্ড হলেও এদের বড় অংশ হাসানুল হন ইনুর নেতৃত্বে গত দেড় দশক ধরে ঐক্যবদ্ধ ছিলো। এ বছরের শুরুর দিকে জাসদের এই অংশ নতুন করে ভাঙনের মুখে পড়ে। গত ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত দলের সম্মেলনে নতুন নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে দ্বিখণ্ডিত হয়ে যায় জাসদ। বর্তমানে একটি অংশের নেতৃত্বে আছেন হাসানুল হক ইনু ও শিরিন আখতার, অপর অংশে আছেন শরিফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান।

এছাড়া আগেই বিভক্ত জাসদের আরেকটি অংশের নেতৃত্বে আছেন আ স ম আব্দুর রব।


ইএইচএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যু: অধিকতর প্রতিবেদনের নতুন তারিখ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
আজ মধ্যরাত থেকে আগামী ৬৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক