X
শুক্রবার, ১১ জুলাই ২০২৫
২৭ আষাঢ় ১৪৩২

সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধার সংশোধিত প্রজ্ঞাপন জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০২৫, ১৩:৫৭আপডেট : ২৪ জুন ২০২৫, ১৩:৫৭

সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাড়িয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২৩ জুন) জারি করা প্রজ্ঞাপনে বিশেষ সুবিধা বাবদ চাকরিরত কর্মচারী-কর্মকর্তারা মাসে এক হাজার টাকার বদলে কমপক্ষে এক হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীরা ৫০০ টাকার বদলে কমপক্ষে ৭৫০ টাকা পাবেন।

এর আগে গত ৩ জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সোমবার (২৩ জুন) সংশোধন করে নতুন প্রজ্ঞাপনটি জারি করা হয়। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে এই সুবিধা কার্যকর হবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী ও পেনশনভোগী কর্মচারীরা এ সুবিধা পাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, যেসব পেনশনভোগী মাসে ১৭ হাজার ৩৮৯ টাকা ও তার বেশি পেয়ে থাকেন, তারা ১০ শতাংশ হারে এবং যারা ১৭ হাজার ৩৮৮ টাকা ও তার নিচে পেয়ে থাকেন, তারা ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।

এ প্রজ্ঞাপনের পাশাপাশি অর্থ বিভাগ আরও চারটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে রয়েছে আইন ও বিচার বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রতিরক্ষা বিভাগ।

আইন ও বিচার বিভাগের জন্য জারি করা প্রজ্ঞাপনে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতা) আদেশ, ২০১৬ অনুযায়ী। এতে মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে।

আইন ও বিচার বিভাগের জন্য জাারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতা) এর চাকরীজীবীরা এখন ১০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। এর বাইরে যারা কাজ করছেন, তাদের মধ্যে মন্ত্রণালয়ের কর্মচারী ১৫ শতাংশ বিশেষ ভাতা পাবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য জারি করা প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদ্রাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনকাঠামোর সঙ্গে তুলনীয় গ্রেড ৯ থেকে তার ওপরের গ্রেডের শিক্ষক-কর্মচারীরা পাবেন ১০ শতাংশ হারে। আর গ্রেড ১০ থেকে তার নিচের গ্রেডের শিক্ষক-কর্মচারীরা পাবেন ১৫ শতাংশ হারে। তবে কেউই এক হাজার ৫০০ টাকার নিচে পাবেন না।

/এসএমএ/আরআইজে/
সম্পর্কিত
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
৫ আগস্ট সাধারণ ছুটির প্রজ্ঞাপন জারি
সর্বশেষ খবর
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
চার দশকের সশস্ত্র সংগ্রামের অবসান, পিকেকে’র নিরস্ত্রীকরণ শুরু
‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
মিটফোর্ড হত্যা‘আপনারা কি এই চাঁদাবাজদের ক্ষমতায়িত করবেন’
‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আসছে’
যশোরে এনসিপির পথসভায় নাহিদ‘দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আন্দোলন আসছে’
সালমান-আনিসুলসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সালমান-আনিসুলসহ ৩ জন রিমান্ড শেষে কারাগারে
সর্বাধিক পঠিত
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
আসামি থেকে রাজসাক্ষী: সুবিধা-অসুবিধা
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
অধ্যাপক আবুল বারাকাত গ্রেফতার
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
‘আমার ও মোহামেডানের মধ্যে আর কোনও সম্পর্ক নেই’
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
বসুন্ধরা আবাসিক থেকে ব্যাংক কর্মকর্তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার
১৮ বিচারককে অবসরে পাঠালো সরকার