X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়া-শি জিনপিং সাক্ষাৎ কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১৮:০৭আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৮:২৪

 

খালেদা জিয়া ও শি জিনপিং শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চীনের প্রেসিডেন্টের সঙ্গে  সাক্ষাৎ করবেন। রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে শুক্রবার বিকাল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া উইং ও স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

চীন বিষয়ে অভিজ্ঞ বিএনপি নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে.  (অব.) মাহবুবুর রহমান অন্যতম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘খালেদা জিয়ার সঙ্গে চীন রাষ্ট্রপতির সাক্ষাৎ হবে।’

বৈঠক হওয়ার সম্ভাবনার কথা জানান মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘চীনের প্রেসিডেন্ট যেখানে উঠবেন, সেখানেই খালেদা জিয়া যাবেন। শুক্রবার বিকাল ৫ টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি প্রধানের সাক্ষাৎ হবে। তবে শুক্রবার দিন বা রাতের মধ্যে যেকোনও সময় হবে।

বিএনপি সূত্রে জানা গেছে, গত বছরের মে মাসে চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানদং বাংলাদেশ সফরে আসেন। ওই সফরে তার সঙ্গে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে কোনও বৈঠক হয়নি।  ওই সময় দলটির পররাষ্ট্র উইং বিএনপির নীতি-নির্ধারকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল। এ বছর বিএনপির নেতৃত্ব তা চাইছে বাংলাদেশ সফর উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠক করতে প্রচেষ্টা শুরু হয় গত বছরের মে মাসের পরই। ওই বছর বিএনপির একাধিক দল চীন সফর করে। ওইসব সফরে আনুষ্ঠানিক কাজের বাইরে খালেদা জিয়ার সঙ্গে চীন রাষ্ট্রপতির সাক্ষাৎ চূড়ান্ত করার চেষ্টা চালায় বিএনপি নেতারা।

সূত্রের দাবি, চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে চিঠি চালাচালিও হয়েছে। পৃথক পৃথক সফরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, শামা ওবায়েদ ও অ্যাডভোকেট আসাদসহ কয়েকজন নেতা অংশ নিয়েছেন।

 /এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ