X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘আ. লীগের নতুন নেতৃত্ব জনগণের প্রত্যাশা পূরণ করবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০১৬, ২০:১৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৬, ২০:২৯

 

 

১৪ দলীয় জোট আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সফলতা কামনা করেছে ১৪ দলীয় জোটের শরিকগুলো।  জোটের নেতারা বলেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কিছু সংকট রয়েছে। নতুন কমিটি তা কাটিয়ে উঠে দলকে আরও গতিশীল ও শক্তিশালী করবে। আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবে। সোমবার বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরিন আখতার আওয়ামী লীগের নতুন নেতৃত্বকে অভিবাদন জানিয়ে বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যওয়ার যে লক্ষ্য স্থির করেছে, শেখ হসিনার নেতৃত্বে নতুন কমিটি সেটাকে আরও বেগবান করবে। আমরা জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করছি, তা বিজয়ের পথে এগিয়ে যাবে।’

অবশ্য দলটির সভাপতি ও সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নতুন কমিটিতে অভিনন্দন জানানোর বাইরে কোনও মন্তব্য করতে চাননি। বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় বলেন, ‘নতুন কমিটিকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এর বাইরে আমাদের কোনও মন্তব্য নেই।’

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক বলেন, ‘সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বের আংশিক পরিবর্তন এসেছে। এটা ভালো কি মন্দ হয়েছে, তা বলার সময় আসেনি। আর আমরা যেটা প্রত্যাশা করব, আওয়ামী লীগের নেতৃত্ব যে সেটাই হবে, এমনটা ভাবার কোনও কারণ নেই। তাদের কাউন্সিলররা যেটা ভালো মনে করেছেন, সেটা করেছেন। তবে আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের যে সম্মেলনটা হলো এবং নতুন নেতৃত্ব এলো, তাদের কাছে আমাদের প্রত্যাশা হবে, দেশটা যেভাবে চলবে, ক্ষমতাসীন দল হিসেবে সেটাকে আরও সুন্দর ও সুচারুরূপে এগিয়ে নিতে সরকারকে সহযোগিতা করবে। বাংলাদেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের প্রত্যাশা, আরওয়ামী লীগ আগামী দিনে জনগণের প্রত্যাশা পূরণ করবে।’

জাসদ সভাপতি (আম্বিয়া) শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘নতুন নেতৃত্বের মাধ্যমে দেশে চলমান শান্তি উন্নয়ন ও গণতন্ত্রের ধারা আরও শক্তিশালী হবে। আগামী দিনে, আওয়ামী লীগ এবং ১৪ দল সমৃদ্ধ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজ নির্মাণে আরও কার্যকরী ভূমিকা রাখবে।’

গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলরা সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করেছেন। দলের একটি আংশিক কমিটি গঠন করা হয়েছে। এটা অভিনন্দন যোগ্য। আমরা আশাবাদী নতুন কমিটি সংগঠনকে আরও এগিয়ে নেবে। দেশ ও জাতির কল্যাণে আওয়ামী লীগ তাদের ধারা অব্যাহত রাখতে সক্ষম হবে।’

নতুন নেতৃত্বের সফলতা কামনা করে ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক বলেন, ‘কমিটি যা হয়েছে, ভালোই হয়েছে। বিদায়ী আশরাফুল ইসলাম খুব ভালো ব্যক্তি ছিলেন। ওবায়দুল কাদেরও ছাত্ররাজনীতি থেকে শুরু করে সাংগঠনিকভাবে এগিয়ে আছেন। এর আগেও তিনি দলের দায়িত্ব পালন করেছেন। তার যথেষ্ট যোগ্যতা রয়েছে। আমরা মনে করি আওয়ামী লীগের যে কমিটি হয়েছে, তার নেতৃত্বে দল আরও গতিশীল হবে। তাদের সংগঠনের মধ্যে যে সংকটগুলো রয়েছে, সেই অভ্যন্তরীণ সংকটগুলো তারা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। দেশকে দুর্নীতি মুক্ত করে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা অব্যাহত রাখবে।’

/ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
নতুন নেতৃত্বের কাছে দুই প্রত্যাশা
আ.লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা
আ.লীগের নতুন কমিটি: ৮১ সদস্যের ২৩ পদে নাম ঘোষণা
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের