X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

খালেদার প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ০০:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ০০:৩৫

মির্জা ফকরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না। বড় দল ও সরকারের প্রধান হিসেবে তার দায়িত্ব রয়েছে, পাশ কাটিয়ে গেলে চলবে না।
শনিবার (৩ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ফখরুল এসব কথা বলেন। এদিন বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এমন কথা বলেছেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘উনার (খালেদা জিয়া) প্রস্তাব উনি দিয়েছেন। রাষ্ট্রপতিকে বলুক, তিনিই ব্যবস্থা নেবেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট দূর করার জন্য প্রয়োজন একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন। এর জন্য সবার আগে দরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন। সেই প্রস্তাবটিই তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন।’ তিনি আরও বলেন, ‘শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রস্তাব এড়িয়ে গেলে চলবে না। সমস্যার সমাধান করতে হবে।’
প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী যা বলেছেন, ঠিক বলেছেন। তবে রাষ্ট্রপতি যেমন দেখবেন, তেমনি বড় দল ও সরকারের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীও তা দেখবেন। এই প্রস্তাব পাশ কাটিয়ে গেলে চলবে না। প্রধানমন্ত্রীরও যথেষ্ট দায়িত্ব রয়েছে। কারণ, একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে দেশের রাজনৈতিক সংকটের সমাধান করতে। আমরা আশা করি তাদের (ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার) শুভবুদ্ধির উদয় হবে এবং সমস্যা সমাধনের পথ বের করতে যথাযথ উদ্যোগ নেবেন।’

এর আগে বিকালে এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘এখন আর মধ্য নেই, মধ্য পার হয়ে গেছে। আমরা তিন বছর পার করছি। মধ্যবর্তী যদি বলেও থাকেন, সেটা পরবর্তী নির্বাচনের বিষয়ে বলেছেন। স্বপ্ন দেখা ভালো।’

প্রাসঙ্গিক এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে বিএনপি কিছু বলেনি। কারণ, আমরা মনে করি গত নির্বাচন প্রশ্নবিদ্ধ। নির্বাচনের নৈতিকতা নিয়ে দেশে-বিদেশে প্রশ্নও রয়েছে। ফলে আগামী নির্বাচন যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়, সে জন্যই খালেদা জিয়া প্রস্তাব দিয়েছেন। তাছাড়া বাংলাদেশের রাজনৈতিক সংকটের মূল বিষয় হচ্ছে নির্বাচন। তাই একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে এ রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব।’

 /এসটিএস/টিআর/
আরও পড়ুন: ইসি গঠনে সার্চ কমিটির পথেই হাঁটছে সরকার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসার দমাতে পারেনি মাহাথিরকে, হতে চায় মানবিক চিকিৎসক
ক্যানসার দমাতে পারেনি মাহাথিরকে, হতে চায় মানবিক চিকিৎসক
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
জামদানি শাড়ির যত্নে ৭ টিপস
জামদানি শাড়ির যত্নে ৭ টিপস
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
ইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
গাজায় ইসরায়েলি আগ্রাসনইয়াহিয়া সিনওয়ার: যুদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন, শেষও কি তার হাতে?
আমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
বাংলা ট্রিবিউনের দশম বর্ষপূর্তিআমরা সুন্দর একটি সম্পর্ক মেন্টেইন করি: জয়া আহসান
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
রেল মন্ত্রণালয়ের গাড়ি নিয়ে চুরি করতে গিয়ে গ্রেফতার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ড্রাইভার
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা