X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

নির্বাচনে ইভিএম ব্যবহারের পক্ষে আ.লীগ: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৩ মে ২০১৭, ১৫:০৩

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের (ছবি- ফোকাস বাংলা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের জন্য নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়ে বলেন, ‘আমরা মনে করি, ইভিএম আধুনিক একটি পদ্ধতি এবং এটি ব্যবহার করা হলে প্রযুক্তিগতভাবে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এই পদ্ধতি ব্যবহার করে নির্বাচন হলে নির্ভুল এবং নিরপেক্ষ ফলাফল যথাযথ হবে।’
শনিবার (১৩ মে) দুপুরে রাজধানীর মহানগর নাট্য মঞ্চের কাজী বশির উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘ভালোকিছু করতে গেলেই তারা বলে মানি না, মানব না। ইভিএমের মতো একটি পদ্ধতির বিরোধিতা বিএনপি করে যাচ্ছে। এর ব্যবহার হবে কিনা, সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। কিন্তু আমাদের দলীয় অবস্থান ইভিএমের পক্ষে, তা দেশবাসী ও নির্বাচন কমিশনকে জানানোর অধিকার আমাদের রয়েছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা যদি আমাদের ডাকে, আমরা ইভিএমের পক্ষে আমাদের বক্তব্য তুলে ধরব।’
সংবিধানে নির্বাচনকালীন সহায়ক সরকারের উল্লেখ নেই মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অন্য দেশগুলোতে যেভাবে নির্বাচনকালীন সরকার দায়িত্ব পালন করে, সেভাবেই বর্তমান সরকার দায়িত্ব পালন করবে। আর নির্বাচন সরকারের নয়, নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। পুলিশ, প্রশাসন সবকিছু থাকবে নির্বাচন কমিশনের অধীনে। সরকার রুটিন ওয়ার্ক করবে। তাই এটা মানতে অসুবিধা কোথায়?’
এসময় ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের প্রস্তাব করেছেন। আর আমরাও তা সমর্থন করেছি।’
বিএনপির ভিশন ২০৩০ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘দেশের জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, উগ্রবাদ নিয়ে খালেদা জিয়ার ভিশনে কিছু নেই। সাম্প্রদায়িকতার কোনও কথা নেই। তার মানে, এ দেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদীদের পৃষ্ঠপোষকতা করছে বিএনপি। এই ভিশনের মাধ্যমে এটাই তারা প্রমাণ করে দিয়েছে।’
২০০১ সালেও বিএনপি ভিশন দিয়েছিল— মির্জা ফখরুলের এমন মন্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব মনে করিয়ে দিয়েছেন, তারা ২০০১ সালেও ভিশন দিয়েছিলেন। আমি বলতে চাই, আপনাদের ওই ভিশন ছিল আহসান উল্লাহ মাস্টার, কিবরিয়া সাহেব, ২১ আগস্ট গ্রেনেড হামলার হাওয়া ভবন ভিশন। ওই ভিশনে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল। বিচারপতি আজিজকে দিয়ে এক কোটি ২৩ হাজার ভুয়া ভোটার বানানো হয়েছিল। বাংলাদেশের জনগণ এইসব ভুলে যায়নি।’
/পিএইচসি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র