X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০১৭, ২০:২৯আপডেট : ২০ মে ২০১৭, ২০:৩৯

বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশি তল্লাশি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে গুলশান থানা পুলিশের আকস্মিক তল্লাশির প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। এ ঘটনাকে গণতান্ত্রিক রাজনীতির চেতনার পরিপন্থী বলে অভিহিত করছে দলগুলো।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, খালেদা জিয়াকে অসম্মান ও গণতন্ত্রকে ধ্বংস করতেই তার কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনা ঘটেছে। এরই মধ্যে এ ঘটনার প্রতিবাদে রবিবার (২১ মে) সারাদেশে বিক্ষোভ ডেকেছে বিএনপি।
খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশের তল্লাশির ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই ধরনের পুলিশি তল্লাশি গণতান্ত্রিক রাজনীতির চেতনার পরিপন্থী। এই তল্লাশি সরকারের ফ্যাসিবাদী আচরণের নগ্ন বহিঃপ্রকাশ ছাড়া অন্য কিছুই নয়।’
অলি আহমেদ আরও বলেন, ‘সরকার দেশের গণতন্ত্রকে নিয়ন্ত্রণ করে বিরোধী দলের কণ্ঠকে রোধ করতে চায়। আর বিরোধী দলকে দমন করার লক্ষ্যেই দেশের জনপ্রিয় রাজনৈতিক জোটের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশি চালানো হয়েছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের চরম ব্যর্থতাকে আড়াল করতেই এই তল্লাশি অভিযান।’
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ও জোটের প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের অনৈতিক তল্লাশি ন্যাক্কারজনক ও নিন্দনীয়। দেশবাসী ও বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করতেই পুলিশ একটা সামান্য জিডিকে কেন্দ্র করে একজন সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছে। এটা ন্যাক্কারজনক।’
বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান বলেন, ‘ক্ষমতার দাম্ভিকতা! এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানাই। বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশের তল্লাশি! হঠাৎ কী কারণে, কেন এই তল্লাশি? দেশে কোনও রাজনৈতিক গোলযোগ নেই। তারপরও যে কেন এই তল্লাশি চালানো হলো, বুঝে আসে না। বতর্মান সরকারের জনসমর্থন শূন্যের কোঠায়। আগামী নিবার্চনে ভোটের ভয়ে ভীতু হয়েই হয়তো নতুন ইস্যু তৈরি করছে।’
যদিও শনিবার সন্ধ্যা ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক জামায়াতে ইসলাম, খেলাফত মজলিসসহ কয়েকটি দল কোনও প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন-

যুবদল ডেকেছে বিক্ষোভ, মহিলা দলের প্রতিবাদ

'নাশকতার সরঞ্জাম' খুঁজতে খালেদার কার্যালয়ে পুলিশ

গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি: ফখরুল

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী