X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

জাতীয় ঐক্য তৈরিতে ইসিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জাকের পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৮:২৩আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:২৩

হ্যাকিং প্রটেকটেড ইভিএম ব্যবহার ও নির্বাচনী ব্যয় মনিটরিংসহ নির্বচন কমিশনের কাছে ২৭ দফা প্রস্তাবনা দিয়েছে জাকের পার্টি। একই সঙ্গে দলটি রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তুলতে নির্বাচন কমিশনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

নির্বচন কমিশনের লোগো ও জাকের পার্টির পতাকা বৃহস্পতিবার বিকালে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জাকের পার্টির চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রস্তাবনা রয়েছে ২৭টি, তবে এর মধ্যে প্রধান দাবি ছিল ৭টি। ক্ষমতার জন্যে নয় দেশের স্বার্থ বিবেচনায় নিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে দলগুলো নিয়ে বারবার কথা বলতে হবে।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যমত দরকার মন্তব্য করে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারের বিষয়ে স্থায়ী সমাধান দরকার। তবে সে বিষয়ে আমাদের প্রস্তাব নেই। ভোটে সেনা মোতায়েনের বিষয়েও জাকের পার্টির পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল না। নিরপেক্ষ নির্বাচন করতে হবে। সে সময়কার প্রেক্ষাপটে যথাযথ ব্যবস্থা নিতে হবে।’ সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি যা যা করবে তাতে জাকের পার্টির সমর্থন থাকবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, এর আগে ৩১ জুলাই সুশীল সমাজের প্রতিনিধি, ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যম প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেছে ইসি। গত ২৪ অগাস্ট থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় চলছে, অক্টোবরের মধ্যে তা শেষ করা কথা।

 

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি