X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

উপাচার্যের মদতেই ঢাবি’র সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৯আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৫:০১

রুহুল কবীর রিজভী (ফাইল ছবি) ভিসির প্রত্যক্ষ মদতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এই সরকারের পেটোয়া বাহিনী মেয়েদের কাপড় ছিঁড়ে দিতে পারে। আর এই ঘটনা ঘটেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ডাকাতদের গ্রাম। কারণ, সরকার ছাত্রলীগকে ডাকাতে পরিণত করে বিশ্ববিদ্যালয়কেও ডাকাতের গ্রামে পরিণত করেছে।’
বুধবার (২৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিচে বিএনপি আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে রিজভী এ অভিযোগ করেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করতে এমন কোনও যন্ত্র নেই যা সরকার করেনি। কিন্তু সরকারের নিপীড়ন ও নির্যাতন যত বাড়বে, ততই সরকারের পতনের ঘণ্টা বাজবে। এটা এখন নিশ্চিত, শেখ হাসিনার পতনের ঘণ্টা বাজতে শুরু করেছে।’
আরাফাত রহমান কোকোর মৃত্যুর দিনের প্রেক্ষাপট তুলে ধরে রিজভী বলেন, ‘ওই দিন বর্তমান সরকার নির্মম আচরণ করেছে। ঠিক ওই সময়েই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। একটি সরকার কতটা নির্মম হতে পারে, ওই দিন সেটাই প্রমাণ হয়েছিল!’
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১১ জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এই আন্দোলনে ছাত্রীদের উত্ত্যক্ত করা ও নিপীড়ন করার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছাত্রলীগের এমন নিপীড়নের বিরুদ্ধে শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার উপাচার্যকে সাধারণ শিক্ষার্থীরা অবরুদ্ধ করলে ফের শিক্ষার্থীদের ওপর চড়াও হয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন-
সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ঢাবি ক্যাম্পাস ছাত্রলীগের দখলে!
ঢাবিতে হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত থাকলে ব্যবস্থা: ওবায়দুল কাদের
২৪ ঘণ্টার মধ্যে ‘উপাচার্যকে অপমানকারী বাম সন্ত্রাসী’দের বহিষ্কার দাবি ছাত্রলীগের

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
শহর থেকে গ্রামে ফেরা মানুষের সংখ্যা দুই বছরে দ্বিগুণ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
মেলায় এসেছেন চিত্রনায়িকা, দেখতে যাওয়ার পথে ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি