X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

পল্টনে হামলায় ছাত্রলীগ জড়িত: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ২২:৩৬আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২২:৩৯

 

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা  ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনের যোগসাজসে সরকার পুলিশকে দিয়ে নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ছাত্রলীগের হেলমেট বাহিনী এসে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে।’ বুধবার রাত ৯ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দলের কোনও নেতাকর্মীর হেলমেট পরে আসার কথা নয়। আমাদের নেতাকর্মীরা দুদিন ধরে উৎসাহ-উদ্দীপনার ভেতর দিয়ে ফরম নিতে এসেছেন।  যেটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।’ তিনি বলেন, ‘পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে আবার আগের মতো আমাদের সারাদেশের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা সুষ্ঠুভাবে নির্বাচনি কাজ শুরু করেছিলাম।  সেটা যদি আমরা করতে না পারি এবং নির্বাচনে থাকতে না পারি,  তাহলে নির্বাচন কমিশন ও সরকার দায়ী থাকবে।’ তার অভিযোগ, রাতে যারা বিএনপি অফিস থেকে বেরিয়েছে, তাদের ৭০ জনকে আটক করা হয়েছে।  এর মধ্যে রয়েছেন বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু,  গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আনিুজ্জামান, খুলনা জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।’

অবিলম্বে আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করে মির্জা ফখরুল বলেন,  ‘অন্যথায় নির্বাচনে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।’ নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, ‘অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড.  খন্দকার মোশাররফ হোসেন,  মওদুদ আহমদ,  জমির উদ্দিন সরকার, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়,  নজরুল ইসলাম খান,  আমীর খসরু মাহমুদ চৌধুরী,  প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,  সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
অনেক জায়গায় উন্নতির প্রয়োজন মনে করছেন শান্ত
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের