X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ২০:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২০:৫১

জাতীয় সংসদে ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কারণে ঠাকুরগাঁও-৩ থেকে নির্বাচিত জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এ কথা জানান। তিনি বলেন, ‘আমাদের দল শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এটা বলবৎ আছে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শপথ নেওয়ার কারণে দলীয় সিদ্ধান্ত ভঙ্গ হয়েছে। আমরা দ্রুততার সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’

বৃহস্পতিবার দুপুরে অনেকটা আকস্মিকভাবে সংসদে গিয়ে শপথ গ্রহণ করেন জাহিদুর রহমান জাহিদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত ও এখনও শপথ না নেওয়া অপর ৫ জন সংসদ সদস্য হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিজয়ী হারুনুর রশীদ, বগুড়া-৪ আসনে জয়ী মোশাররফ হোসেন ও ব্রাক্ষণবাড়িয়া-২ আসনে বিজয়ী উকিল আবদুস সাত্তার এবং বিএনপি মহাসচিব নিজেই। ঠাকুরগাঁওয়ে নিজের আসনে হেরে গেলেও খালেদা জিয়ার বগুড়া-৬ আসনে দাঁড়িয়ে জয় পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র দাবি করেছে, সরকারের একটি প্রভাবশালী মহল থেকে নির্বাচিতদের শপথ নিতে চাপ দেওয়া হচ্ছে। আগামী দুয়েক দিনের মধ্যে আরও এক বা একাধিক নির্বাচিত শপথ নিতে পারেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিজয়ী আমিনুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমার এলাকা থেকে শপথ নেওয়ার বিষয়ে চাপ রয়েছে। দলের সিদ্ধান্ত শপথ না দেওয়ার, তবে এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছে সংসদে যাওয়ার জন্যই।’

বিএনপির প্রভাবশালী একজন নেতা জানান, শপথ নেওয়ার কারণে দল থেকে বহিষ্কার করা হবে জাহিদুর রহমান জাহিদকে। এছাড়া অন্য যে কেউ শপথ নিলে তাকেও বহিষ্কার করা হবে।

 

/এসটিএস/টিএন/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে