X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

খোকার মৃত্যুতে রাজনীতিবিদদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৯:১০

সাদেক হোসেন খোকা (ফাইল ছবি) বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোকবাণীতে তারা বলেন, সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তার মৃত্যুতে জাতি একজন বীর সন্তানকে হারিয়েছে। 

এরআগে, সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান।  তার মৃত্যুর খবর জানার পর বিএনপিসহ দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলোয় শোকের ছায়া নেমে আসে। 

সাদেক হোসেন খোকার মৃত্যুর খবর পাওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান ক্রান্তিকালে দেশ একজন যোগ্য নেতাকে হারালো। তিনি ছিলেন ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, দেশমাতৃকার মুক্তির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। যখন অশান্তির আগুনে দেশবাসী দগ্ধ হচ্ছে, তখন এই দুঃসময়ের মুখোমুখি হয়েও স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়ার নির্ভীক নেতা ছিলেন সাদেক হোসেন খোকা।’ 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া এক শোক বিবৃতিতে  গভীর শোক প্রকাশ করেন। তারা খোকার রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মহমুদ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দফতরে বলেন, ‘ঢাকার সাবেক মেয়র ও সাবেক সংদস্য সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’  

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে দেশ একজন বীর সন্তানকে হারিয়েছে। ব্রাদার্স ইউনিয়নসহ দেশের ক্রীড়া জগতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঢাকার মেয়র হিসেবেও তিনি বেশকিছু জনবান্ধব পদক্ষেপ গ্রহণ করেছিলেন।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না শোক প্রকাশ করতে গিয়ে বলেছেন, ‘কী ভারী তার শব।’ সাদেক হোসেন খোকার সঙ্গে একটি ফোনালাপের প্রসঙ্গ টেনে এনে মান্না বলেন, ‘সাদেক হোসেন খোকার মৃত্যুর সংবাদে মনটা ভারী হয়ে গেলো, যদিও এ রকমটি জানাই ছিল। একাধিক টেলিভিশনে আমার সঙ্গে তার অডিও প্রকাশ করার পর তার সঙ্গে আমার দেখাও হয়নি। শেষ সময় তার দেশে ফেরার আকুতি কষ্ট দিয়েছে আমাকে। একটি মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে পারিনি আমরা। কী ভারী এখন তার লাশ!’ 

খোকার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তারা বলেন, ‘সশস্ত্র মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকার জন্য সাদেক হোসেন খোকা  বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের কাছে সবসময়ই স্মরণীয় ও বরণীয়। জীবনের শেষ বেলায় তার মতো একজন বীর মুক্তিযোদ্ধার মাতৃভূমিতে অবস্থানের আকুতি পুরো জাতিকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’  

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এক বিবৃতিতে খোকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘সাদেক হোসেন খোকা মহান মুক্তিযুদ্ধে যে ভুমিকা রেখেছিলেন, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’

খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তারা বলেন, ‘তার মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধা ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। সাদেক হোসেন খোকার মত একজন বীর মুক্তিযোদ্ধার দেশের মাটিকে মৃত্যুবরণের শেষ ইচ্ছে পূরণ না হওয়া অত্যন্ত দুঃখজনক।’

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী মুক্তিকামী দরদি অভিভাবককে হারালাম।’

সাদেক হোসেন খোকার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতের আমির মকবুল আহমাদ।  তিনি বলেন, ‘খোকার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতাকে হারালো।’ এদিকে, ঐক্য ন্যাপের ভারপ্রাপ্ত সভাপতি এস এম এ সবুর ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ্ তারেকও গভীর শোক প্রকাশ করেছেন। 

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
বার ভাঙচুর: সেই যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারে যুবদলের লিফলেট বিতরণ
সর্বশেষ খবর
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব: আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব: আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
গিলের ডাবল সেঞ্চুরির পর ইংল্যান্ডের টপ অর্ডার ধসিয়ে ভারতের দাপট
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
ভারতীয় পর্যটন প্রচারের আকর্ষণ এখন ব্রিটিশ এফ-৩৫ যুদ্ধবিমান
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
দালাই লামার উত্তরসূরি, চীন-ভারত সংঘাত আর একটি সোনার কৌটো
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল