X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ভারত সফরকালে করা চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০১৯, ১৪:২২আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ১৫:০৭

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি ভারত সফরের সময় করা চুক্তির বিষয়ে জানতে চিঠি দিয়েছে বিএনপি। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে চিঠিটি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ‘দুপুর পৌনে ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে চিঠি পৌঁছে দেওয়া হয়েছে।’

বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বিপ্লব বড়ুয়া তাদের অভ্যর্থনা জানান এবং আপ্যায়ন করান। এসময় তিনি বিএনপি নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। চিঠিটি গ্রহণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন সংযুক্ত আরব আমিরাতে সরকারি সফরে রয়েছেন। তার পক্ষে আমি আপনাদের চিঠি গ্রহণ করলাম। তিনি দেশে ফেরার পরে আপনাদের চিঠিটি পৌঁছে দেবো।’

বিএনপির যুগ্ম-মহাসচিব আলাল বলেন, ‘বিএনপি মহাসচিব স্বাক্ষরিত প্রধানমন্ত্রী বরাবর লেখা একটি চিঠি নিয়ে এসেছিলাম। চিঠিতে বলা আছে, সম্প্রতি ভারত ও অন্যান্য দেশে সফরকালে সেসব চুক্তি করা হয়েছে তা জনসম্মুখে প্রকাশ এবং তার মধ্যে দেশের স্বার্থবিরোধী কিছু আছে কিনা, সেটা পর্যালোচনা করার সুযোগ দেওয়া হোক।’

বিপ্লব বড়ুয়ার হাতে চিঠিটি তুলে দেওয়া হয় তিনি বলেন, ‘আমরা দেখেছি শুধু জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধানমন্ত্রী কথা বলেছেন। কিন্তু এ সম্পর্কে জাতীয় সংসদে আলোচনা হয়নি। এমনকি রাষ্ট্রপতির কাছেও ফাইল গিয়েছে কিনা সাধারণ মানুষ কিছু জানে না। সংবিধানের ১৪৫/ক ধারায় এটা সংসদে পেশ করার এবং জনগণের জানার অধিকার রয়েছে। জনগণের সমর্থিত দল হিসেবে বিএনপি এই দায়িত্ব পালনে অগ্রসর হয়েছে। আমরা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। অবিলম্বে এটা সংসদে আলোচনার টেবিলে আনা হোক। যাতে এটা পাবলিক ডিসকাশনের ব্যবস্থা হয়।’

সংসদে বিএনপির প্রতিনিধিরা বিষয়টি উত্থাপন না করে কেন চিঠি দেওয়া হলো—এ প্রশ্নের জবাবে আলাল বলেন, ‘সংসদে আমাদের এমপিরা কয়েক দফা এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেছেন, নোটিশ দিয়েছেন। তাদের সে নোটিশ গ্রহণ করা হয়নি। কথা বলার সুযোগ দেওয়া হয়নি। আমরা উপায় না পেয়ে চিঠি দিলাম।’

/এএইচআর/এমএইচবি/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী