X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

সরকার জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০১৯, ১৪:১৪আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৪:১৭

আলোচনা সভায় বক্তব্য রাখছেন সেলিমা রহমান

নতজানু পররাষ্ট্রনীতির কারণে সরকার বহির্বিশ্বের কাছে মাথা নত করে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তিনি বলেছেন, তিস্তা নদীর পানির জন্য উত্তরবঙ্গ হাহাকার করছে। অথচ তিনি (প্রধানমন্ত্রী) মানবতার খাতিরে ভারতকে ফেনী নদীর পানি দিয়ে এসেছেন।

রবিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা  আকরাম খাঁ হলে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন,‘প্রধানমন্ত্রী শুধু দিতেই জানেন, নিতে জানেন না। তিস্তার জন্য উত্তরবঙ্গ হাহাকার করছে। এর জন্য প্রধানমন্ত্রীর কোনও ভূমিকা নেই। তার ভূমিকা পার্শ্ববর্তী দেশ ভারতকে কীভাবে খুশি করবেন, সেই বিষয়ে। তিনি মানবতার খাতিরে ফেনী নদীর পানি দিয়ে এসেছেন। সেই পানি দেওয়ার কারণে এদেশের জনগণের কী অবস্থা হবে, সেটার দিকে তার নজর নেই। জনগণের ওপরে সরকার এক ধরনের প্রতিশোধ নিচ্ছে।’ 

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা আজকে বিপন্ন।  ১৯৭১ থেকে ১৯৭৫ সালে যে ছবি আমরা দেখেছি, আজকেও আমরা তাই দেখছি। গণতন্ত্রকে হত্যা করে বাকশালের কায়দায় দুঃশাসন চলছে। আজকের সরকারের মুখের একমাত্র বুলি হলো উন্নয়ন।’

আইন সরকারের অধীনে চলছে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘আমরা জানি উন্নয়ন বলতে কী হচ্ছে। আমরা জানি, কেন  খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে, কেন তার জামিন হচ্ছে না। তার জামিন না হওয়ার প্রধান কারণ— দেশে আইনের শাসন নেই। আইন সম্পূর্ণভাবে চলছে সরকারের অধীনে।’ 

তিনি বলেন, ‘সরকার জানে এদেশের জনগণ কখনও এই সরকারকে পছন্দ করে না, করবেও না। কারণ, তারা যতবারই ক্ষমতায় আসে, ততবারই দেখা যায়— নারী ধর্ষণ, শিশু হত্যা, যুবক হত্যা, খুন-গুম, ব্যাংক লুট থেকে শুরু করে এমন কোনও অপকর্ম নেই, যা তারা করে না। তারা ব্যাংক লুট করে, দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতিকে একদম শেষ করে দিয়েছে। আজকে জনগণের পেটে লাথি মারছে। পেঁয়াজের দাম রকেটের গতিতে বাড়ছে,বিমানে করে নিয়ে আসার চেষ্টা করছে। এতেও তারা সফল হয়নি। পেঁয়াজের দাম আবারও বেড়েছে।’

জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা  মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস প্রমুখ।




 

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র