X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে জনগণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৯, ১৮:৫৮আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২১:২২





খালেদা জিয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘মেডিক্যাল রিপোর্টের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের মানুষের রিপোর্ট। যেভাবে দেশের মানুষ মুক্তিযুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিল, ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল, স্বৈরাচারকে বিতাড়িত করার সিদ্ধান্ত নিয়েছিল, আমি মনে করি দেশের মানুষ সেভাবে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে।’
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, ‘আমি মনে করি মেডিক্যাল রিপোর্টের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের মানুষের রিপোর্ট। এই রিপোর্টের গুরুত্ব বুঝে নিন। এরপরও যদি না বোঝেন তাহলে স্বৈরাচারের বিষয়ে মানুষ যেভাবে জয়ী হয়েছে, দেশনেত্রীর মুক্তির ব্যাপারে মানুষ সেইভাবে জয়ী হবে।’
খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্টের দিকে পুরো জাতি তাকিয়ে আছে মন্তব্য করে তিনি বলেন, ‘মেডিক্যাল রিপোর্টের এমন দুর্গতি আমি জীবনে কখনও দেখিনি। কয়েকজন ডাক্তার একটা মেডিক্যাল রিপোর্ট দিয়েছেন, তারপরে আবার আরেকটি রিপোর্ট দিতে হবে!’
বিএনপি চেয়ারপারসনের কোনও মেডিক্যাল রিপোর্টের প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির সাবেক বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ দেশনেত্রীর শরীরের অবস্থা জানেন না, এমন কোনও মানুষ নেই। তারপরও মেডিক্যাল রিপোর্ট দরকার। আগের মেডিক্যাল রিপোর্টে বলেছে, তিনি পঙ্গুত্বের দিকে যাচ্ছেন। উনার আরও উন্নততর চিকিৎসা প্রয়োজন। এরপর তো আর কোনও মেডিক্যাল রিপোর্টের প্রয়োজন নেই। তাহলে আরেকটা রিপোর্ট দিতে হবে কেন?’
তিনি অভিযোগ করে বলেন, ‘ডাক্তারদের ওপর নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে। রিপোর্ট পরিবর্তনের চাপ নাকি ডাক্তারদের ওপর আসছে। জনগণ এগুলো নিয়ে আলোচনা করছেন। সারাদেশে এখন খালেদা জিয়ার মেডিক্যাল রিপোর্ট নিয়ে আলোচনা হচ্ছে।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে আমীর খসরু আরও বলেন, ‘আস্তে আস্তে প্রত্যেকটি প্রতিষ্ঠান তারা দখল করেছে। প্রতিষ্ঠানগুলো দখল করে বাংলাদেশের মানুষের ওপর স্টিমরোলার চালিয়ে ক্ষমতায় থাকার প্রক্রিয়া চলছে। রিপোর্টের ওপর ভিত্তি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার যে প্রক্রিয়া চলছে, এই প্রক্রিয়া তো চলতে পারে না। আজকে যারা ক্ষমতা দখল করে বসে আছে তারা যদি এখনও বুঝতে না পারে, যদি তারা মনে করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানে দখল করে ক্ষমতায় থাকবে—তা কিন্তু সম্ভব হবে না।’
আয়োজক সংগঠনের আহ্বায়ক আব্দুল করিম আব্বাসির সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

/এইচএন/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ