X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

‘আ. লীগের নতুন কমিটি রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৯:৪১আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২০:১১

আওয়ামী লীগের ২১তম সম্মেলনে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও ওবায়দুল কাদের (ছবি: ফোকাস বাংলা) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)- এর নেতারা। তাদের প্রত্যাশা, আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃত্ব দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে। শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের বর্তমান সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পুনরায় স্ব-স্ব পদে নির্বাচিত হওয়ার পর তাদের অভিনন্দন জানিয়ে জাতীয় পার্টি, বাংলাদেশ ন্যাপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর নেতারা এ প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এক অভিনন্দন বার্তায় বলেন, ‘নবনির্বাচিত নেতারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে আরও এগিয়ে নিয়ে যাবে। আশা করি, নতুন নেতৃত্ব দেশের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’

জাসদের সহ-দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘পুনঃনির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটি মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নিতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।’

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)-এর চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া। এক অভিনন্দন বার্তায় তারা বলেন, ‘শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন ঘটবে। আগামী দিনে বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়।’

শ্যামপুরের কদমতলীতে অনুষ্ঠিত জাপার যৌথ সভায় আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জাপার সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, ‘জাতির জনকের কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বিশ্বের বিস্ময়। আর রাজনৈতিক নেতা হিসেবে ওবায়দুল কাদের দক্ষ, সৎ।’ আগামী দিনে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির স্বার্থে শেখ হাসিনার সারথী হিসেবে জাপা কাজ করবে বলেও তিনি মন্তব্য করেন।

/এসটিএস/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
পঞ্চগড়ে হাসনাত আবদুল্লাহআ.লীগ চাঁদাবাজি করে ভারতে পালিয়ে গেছে, আপনারা পালানোর পথও পাবেন না
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল