X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির দুই মেয়র প্রার্থীকে ঐক্যফ্রন্টের সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২০, ১৪:২৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৪:২৭

বিএনপির দুই মেয়র প্রার্থীর হাত ধরে ঐক্যফ্রন্টের সমর্থন ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির দুই মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের আহ্বায়ক ড. কামাল হোসেন জোটের পক্ষ থেকে বিএনপির মেয়র প্রার্থীদের হাত ধরে সমর্থন দেন।
বুধবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন উপস্থিত হয়ে দোয়া চাইতে গেলে তাদেরকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট।
এ সময় ড. কামাল বলেন, ‘সিটি নির্বাচনে আমরা বিএনপির দুই প্রার্থীকে সমর্থন জানাচ্ছি।’
ড. কামাল আরও বলেন, ‘একেকটা নির্বাচন প্রক্রিয়া কীভাবে নষ্ট হয়ে যাচ্ছে...। নির্বাচনের ঘোষণা পরে, একেকটা রায় হয়ে যায়। আমাদের আশঙ্কা এবারও তারা (ক্ষমতাসীনরা) একই ধরনের নাটক করার চেষ্টা করছে।’
বিএনপির মেয়র প্রার্থীদের জনগণের কাছে গিয়ে কথা বলার পরামর্শ দিয়ে ড. কামাল বলেন, ‘দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের মালিক তারা, তাদের এগিয়ে আসতে হবে। খুব জোরালোভাবে সামনে আসতে হবে। দেশের মালিককে তার ভূমিকা রাখতে হবে।’
সরকার নির্বাচন প্রক্রিয়াকে নষ্ট করেছে দাবি করে ড. কামাল হোসেন বলেন, ‘সরকার একদম নির্লজ্জভাবে সেটাকে ধ্বংস করেছে। এটা মানুষকে বোঝাতে হবে আমাদের। এ নিয়ে আমাদের আন্দোলন চলবে। জনগণ চাচ্ছে, নির্বাচন যাতে আমরা করতে পারি। সেজন্য আন্দোলনকে এগিয়ে নিতে হবে।’

গণতন্ত্রকে পুরোপুরি বাস্তবে জাগানোর জন্য ঐক্যবদ্ধ জনগণের আন্দোলনকে আরও জোরদার করা হবে বলে মন্তব্য করে গণফোরামের সভাপতি বলেন, ‘মানুষ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারলে প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।’
লিখিত বক্তব্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার কেড়ে নেওয়া ছাড়া নির্বাচন কোনোভাবে জিততে পারবে না। এবার যদি তারা কেড়ে নিতে চায় তাহলে জনগণকে প্রতিরোধ করতে হবে।’
সরকারকের প্রতি হুঁশিয়ার উচ্চারণ করে মান্না বলেন, ‘এ নির্বাচন শুধু আক্ষরিক অর্থে নয় সর্বাগ্রে আমরা ঐক্যফ্রন্ট থেকে তাদের জোরালো সমর্থন দিচ্ছি। আমাদের ঐক্যফ্রন্টের সব কেন্দ্রীয় নেতারা দুই প্রার্থীর প্রচারণায় অংশ নেবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে।

ছবি: নাসিরুল ইসলাম

/এএইচআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত