X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২১

জন্মদিনের কেক কাটছেন জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আগামী দিনের রাজনীতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গণমানুষের আস্থা অর্জন করতে কাজ করছে জাতীয় পার্টি। মানুষের ভালোবাসায় রাষ্ট্র ক্ষমতার শীর্ষে পৌঁছানো জাপার জন্য সময়ের ব্যাপার মাত্র।

তিনি বলেন, ‘বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো ব্যক্তিকেন্দ্রিক। শীর্ষ নেতার অবর্তমানে রাজনৈতিক দলগুলো ঘাত-প্রতিঘাতে বিলীন হয়ে যায়। কিন্তু পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের চলে যাওয়ার পর জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে। সবার প্রচেষ্টায় জাতীয় পার্টি এখন ঐক্যবদ্ধ এবং শক্তিশালী।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করলে অর্থ-বিত্তের মূল্যায়ন আশা করা ঠিক নয়। মানুষের অকৃত্রিম ভালোবাসাই রাজনীতিবিদদের কাম্য হওয়া উচিত।’

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমি মানুষের ভালোবাসা পেয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত এই ভালোবাসার মূল্য দিতে চাই।’

তিনি বলেন, মানুষের আস্থা অর্জন করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।’

দেশের মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার ঘোষণাও দেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

নিজের জন্মদিনের আয়োজনে পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন তিনি। দলকে আরও শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গোলাম মোহাম্মদ কাদের।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘পল্লিবন্ধু যখন জেলে, তখন চাকরি ছেড়ে গোলাম মোহাম্মদ কাদের রাজনীতিতে এসে পল্লিবন্ধুর মুক্তির আন্দোলন বেগবান করেন।’

রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমরা সবাই মিলে জাতীয় পার্টির ঐক্য ধরে রাখবো।’

তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ থাকলে জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়া সুনিশ্চিত।’

এর আগে গোলাম মোহাম্মদ কাদের পার্টির শীর্ষ পর্যায়ের নেতাদের নিয়ে ৭২ পাউন্ড ওজনের জন্মদিনের কেক কাটেন।

এ সময় তার স্ত্রী শেরিফা কাদের, কো-চেয়ারম্যান জিয়া উদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, সোলায়মান আলম শেঠ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল ইসলাম জহির ও শীর্ষ পর্যায়ের নেতারা তার পাশে ছিলেন।
সকাল থেকেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস নেতাকর্মীদের ভিড়ে জমজমাট ছিল। সবাই ফুল নিয়ে অপেক্ষা করছিলেন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানোর জন্য। বেলা ১১টার দিকে গোলাম মোহাম্মদ কাদের স্ত্রী শেরিফা কাদেরকে নিয়ে বনানী অফিসে আসেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা