X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

পাপিয়াকে গ্রেফতারে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৫

বক্তব্য রাখছেন মাহমুদুর রহমান মান্না নরসিংদী যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়াকে গ্রেফতার করতে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ দিতে হবে—এ প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী সংগ্রামী দল আয়োজিত এক আলোচনা সভায় মান্না এ প্রশ্ন তোলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, পাপিয়াকে গ্রেফতার করতে নাকি প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পাপিয়াকে প্রেফতার করতে প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হবে কেন? পাপিয়া একটি জেলার মহিলা লীগের সাধারণ সম্পাদক। এ ধরনের একটি পদে কেন্দ্রীয় নেতারা কি না জেনেশুনে নির্বাচিত করেন? দায়িত্ব দেওয়ার আগে কি খোঁজ-খবর নেন না? যদি এমন হয়, যখন দায়িত্ব দিয়েছিল, তখন তিনি এমন ছিলেন না— তাহলে বুঝতে হবে সাধারণ সম্পাদক হওয়ার পর তিনি নষ্ট হয়েছেন।’

তিনি বলেন, ‘একটা দল কত খারাপ হতে পারে, যে দলের দায়িত্ব পেলে সে ইয়াবাখোর হয়, ক্যাসিনো চালায়, হামলা করে। ওরা মহিলা গুণ্ডা। দেশে আগে এরকম ছিল না।’

মান্না আরও বলেন, ‘পুরান ঢাকায় দুই ভাইয়ের বাড়িতে একটি ব্যক্তিগত ব্যাংক পাওয়া গেছে। তাদের নামে কি মামলা হয়েছে? এতদিন তাদের ধরা হলো না কেন? এ সংক্রান্ত আমরা কিছু জানতে পারলাম না। অন্যদিকে মাত্র দুই কোটি টাকার জন্যে অভিযোগ গঠন, মামলা এবং সাজা হলো খালেদা জিয়ার। এটা কোনও মামলাই না। এই মামলার প্রতিবাদ করতে হলে আগরতলা ষড়যন্ত্র মামলার মতো প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওই রকম প্রতিবাদ করতে হবে।’

সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দন আহমেদ, শামসুজ্জামান দুদু প্রমুখ।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
টেলিকম খাতে নতুন নীতিমালা নিয়ে বিএনপির উদ্বেগ
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
সব নেতাকর্মীকে সহনশীল হতে হবে: তারেক রহমান
সর্বশেষ খবর
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
চানখারপুলে হত্যা: ৮ আসামির বিষয়ে অভিযোগ গঠনের আদেশ ১৪ জুলাই
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
গাড়ি দুর্ঘটনায় নিহত লিভারপুল তারকা জোতা
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
৫৩ বছরে এমন আলোচনার সুযোগ আসেনি: আলী রীয়াজ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা