X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অবিলম্বে কারফিউ চায় এলডিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২০, ১৩:০০আপডেট : ২০ মে ২০২০, ১৩:০১

অবিলম্বে কারফিউ চায় এলডিপি সরকারের ব্যর্থতায় বিপর্যয়কর করোনা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, বলে অভিযোগ করে অবিলম্বে লকডাউন কার্যকর করতে প্রয়োজনে কারফিউ জারি করার আহ্বান জানিয়েছে এলডিপি (একাংশ)। দলটির সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘করোনা সংকটকালে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানুষ গ্রামমুখী হয়েছে, যা অত্যন্ত বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করতে পারে। এক্ষেত্রে অবিলম্বে লকডাউন কার্যকর করতে প্রয়োজনে কারফিউ জারি করাই হতে পারে সমাধান।’

বুধবার ( ২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি নেতারা এসব অভিযোগ করেন। বিবৃতিতে বলা হয়, ‘সরকার এ বিপর্যয় প্রতিরোধে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের এই ব্যর্থতা মানুষের জীবন-জীবিকায় হুমকি ডেকে আনবে।’

দলের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘করোনা সংক্রমণকালে লকডাউন শিথিলতা ও সরকারের ব্যর্থতার কারণে ঈদে মানুষের ঘরমুখী হওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে, ফলে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।’

এলডিপি একাংশের নেতারা বলেন, ‘করোনার সংক্রমণ এখন নিয়ন্ত্রণহীন। সরকার করোনা মোকাবিলায় সবদিক থেকে ব্যর্থ। সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ও ভেন্টিলেটর ব্যবস্থা অপ্রতুল। ৯০ ভাগ হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা নেই। হাসাপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। নিম্নমানের মাস্ক সরবরাহ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিপদে ফেলে দিয়েছে সরকার। এখন তারা রোগীদের চিকিৎসা দিতে ভয় পাচ্ছে।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, করোনার এই ভয়াবহ সংকটকালেও সরকারের নিপীড়ন থেমে নেই। ত্রাণের অনিয়ম, চাল চুরি ও করোনা নিয়ে সমালোচনা করায় এই পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যমকর্মীসহ ৪১১ জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কয়েকজন সম্পাদক ও সাংবাদিকের নামে ডিজিটাল আইনে মামলা দায়ের করা হয়েছে। যা অত্যন্ত নিন্দনীয় ও সরকারের প্রতিহিংসামূলক চরিত্রের নগ্ন প্রকাশ।

 

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক