X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সরকার আছে অজানা আতঙ্কে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২০, ১৮:৪২আপডেট : ০৬ জুন ২০২০, ১৯:২৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, সরকার এক অজানা আতঙ্কে হাবুডুবু খাচ্ছে। তিনি বলেছেন, ‘চারদিকে সরকারের সীমাহীন ব্যর্থতা। করোনাভাইরাসের প্রকোপে বাঁধভাঙা জোয়ারে মতো দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যুর সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, হাসপাতালে করোনা রোগীদের ভর্তি হতে পারা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে।’ শনিবার (৬ জুন) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিএনপির তৃণমূলের মাহমুদা পলি আক্তারকে ডিজিটাল নিরাপত্তা আইনে ও গুজব ছড়ানোর অভিযোগে ছাত্রদলের নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করার প্রতিবাদে বিবৃতি দেন মহাসচিব। ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় দফতর বিভাগ থেকে সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের স্বাক্ষরসহ এটি পাঠানো হয়।

মির্জা ফখরুলের অভিযোগ, ‘বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গ্রেফতারের হিড়িক চলছে দেশব্যাপী। বর্তমান গণবিরোধী সরকার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নারী-পুরুষদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানি চলছে। এসবের মূল উদ্দেশ্য হলো করোনাভাইরাস মহামারির মধ্যেও কেউ যেন টু শব্দ করতে না পারে।’

বিরোধী দলীয় এই নেতার মন্তব্য, ‘সরকার নিজেদের অবৈধ সত্তা নিয়ে সবসময় আতঙ্কের মধ্যে আছে। তাই সমালোচনাকে যমের মতো ভয় পাচ্ছে।’

হাসপাতালে আইসিইউ বেড ও অক্সিজেনের অভাবে কোভিড-১৯ রোগীরা অসহায়ভাবে কাতরাচ্ছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তার কথায়, ‘রোগীর তুলনায় শয্যা একেবারেই ন্যূনতম। করোনা আক্রান্তরা এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে ছুটতে রাস্তার মধ্যেই মারা যাচ্ছে।’

ফখরুলের আশঙ্কা, সারাদেশে এক দুর্ভিক্ষের ঘনছায়া বিস্তার লাভ করছে। তার ভাষ্য, ‘চারদিকে ক্ষুধার জ্বালায় কর্মহীন মানুষ হাহাকার করছে। এমন কঠিন দুঃসময় সরকার সম্মিলিতভাবে মোকাবিলা না করে বরং মিথ্যা অহমিকায় জনগণের কাছে সত্যের অপলাপ করছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বিরোধী দল ও মত যাতে মাথা চাড়া দিতে না পারে সেজন্য আগের মতোই রাষ্ট্রযন্ত্রকে নির্দয়-নিষ্ঠুরভাবে কাজে লাগানো হচ্ছে।

বিবৃতিতে জানানো হয়, গত ৪ জুন রাতে সাটুরিয়ার তিল্লি গ্রামে বিএনপি নেতার কন্যা ও দলের নেতা মাহমুদা পলি আক্তারকে ডিজিটাল নিরাপত্তা আইনে এবং গুজব ছড়ানোর মিথ্যা অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলার ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও দলের দুই নেতাকে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি।

/এসটিএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ