X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বামপন্থী দলগুলো উদার হচ্ছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২০, ২১:৪০আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৪০

বামপন্থী দলগুলো উদার হচ্ছে: মান্না দেশের বামপন্থী রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে উদার হচ্ছে বলে মনে করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বর্তমান সরকারের বিরুদ্ধে বামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই সরকারকে রিমুভ করতে হবে। এছাড়া আর কিছু করা যাবে না। এই সরকার কোনও কিছু কেয়ার করে না।’
শনিবার (২৫ জুলাই) বিকালে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সভায় জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম এই নেতা। দলের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে ‘স্বাস্থ্য ব্যবস্থার গণমুখী রূপান্তরে রাজনৈতিক করণীয়’ শীর্ষক সভায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য রাখেন।
আলোচনায় এই সরকারের বিরুদ্ধে সর্বাত্মক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মান্না বলেন, ‘যা ছাড় দিলে আদর্শ থাকে না, চরিত্র থাকে না, সেটা বাদ দিয়ে যেটুকু পারেন, ঐক্যবদ্ধ হোন। বামপন্থীরা উদার হচ্ছেন, বড় হচ্ছেন। চরিত্র বুঝতে সমস্যা করে, চিনতে সমস্যা করে এমন কিছু বাদ দিয়ে সামনে এগুতে হবে।
আন্দোলনের সম্ভাব্য ইস্যু বর্তমান স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ও খাদ্য নিয়ে হতে পারে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, যেকোনও একটি পয়েন্ট নিয়ে সামনে এগুতে হবে। রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হচ্ছে এই ধরনের সরকারের বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে তুলে আন্দোলনের মাঠে নামতে হবে।
বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বাংলাদেশে বর্তমান পাওয়ার অ্যান্ড পলিসি অপরিবর্তিত থাকলে মানুষের কোনও লাভ হবে না। কীভাবে একটি জন-আন্দোলনের চাপ তৈরি করা যায়, যাতে উন্নয়নে গাড়ির ব্রেক করা যায়। বাঁচতে হবে পাওয়ার এন্ড পলিসি পরিবর্তন করতে হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে অপসারণ প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, এই পরিবর্তন দিয়ে গুণগত কোনও পরিবর্তন আসবে না। সরকার মহামারি মোকাবিলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দেশ ও জনগণকে স্ব-স্ব বৃহত্তর জাতীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, সরকারের স্বেচ্ছাচারিতার কাছে দেশকে জিম্মি অবস্থা থেকে মুক্ত করতে হবে।
সভাপতির বক্তব্যে সেমিনারে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘করোনা সংক্রমণের ছয় মাস পার হলেও উপজেলা পর্যায়ে ল্যাব প্রতিষ্ঠা করতে পারেনি সরকার।’ তিনি বলেন, ‘মানুষ স্বাস্থ্যসেবা বঞ্চিত। মানুষের স্বাস্থ্যের নিশ্চয়তা নেই। এই অবস্থা থেকে বেরুতে হলে আন্দোলনের কোনও বিকল্প নেই। রাজনৈতিক নতুন ঐক্য গড়ে তুলতে হবে।’
আলোচনায় রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত জনস্বাস্থ্য কনভেনশনের বিভিন্ন পর্বে বক্তব্য দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন পর্বে সঞ্চালনায় যুক্ত ছিলেন গণসংহতির নেতা ফিরোজ আহমেদ, জুলহাসনাইন বাবু, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা