X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

নদী রক্ষার রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে: কাজী খলীকুজ্জমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৯

কাজী খলিকুজ্জমান, ছবি- সংগৃহীত জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে মুক্তির জন্য আঞ্চলিক অভিন্ন নদী ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আন্তর্জাতিক নদী গবেষক, ঢাকা স্কুল অব ইকোনমিকসের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান। তিনি বলেন, ‘এজন্য বাংলাদেশ-ভারতের মধ্যে যে সমঝোতা হয়েছে, তার ভিত্তিতে নদী ব্যবস্থাপনায় জোর দিতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এগোতে হবে।’

রবিবার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি আয়োজিত ‘নদী বাংলাদেশের জীবন: নদী বাঁচাই ,পরিবেশ বাঁচাই, দেশ বাঁচাই’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি।

কাজী খলীকুজ্জমান বলেন, ‘নদী রক্ষায় ১৯৯৯ সালের পানি নীতি এবং ২০১৩ সালের পানি অ্যাক্ট বাস্তবায়নের মধ্যদিয়ে নদী সমস্যার সমাধান করা জরুরি। তার জন্য সবার আগে যেকোনও পরিকল্পনার সঙ্গে ভুক্তভোগীদের সম্পৃক্ত করতে হবে। অভিন্ন নদী ব্যবস্থাপনায় গঙ্গা-ব্রহ্মপুত্র-যমুনা নদীকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। পাশাপাশি চীনের সাঙ্গু থেকে যমুনার যে প্রবাহ সে বিষয়েও পদক্ষেপ নিতে হবে। গঙ্গা চুক্তিতে বাংলাদেশের স্বার্থ রক্ষার যে ধারা আছে, তাতে নজর দিতে হবে।’ 

চার হাজার ৪৫৩ জন নদী দখলকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নদীকে রক্ষা করতে হবে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘বালি উত্তোলন ও বর্জ্য ফেলা নিয়ন্ত্রণ করে সঠিক পরিকল্পনার মাধ্যমে এগোতে পারলে অবশ্যই নদীকে আমরা বাঁচাতে পারবো।’

ওয়েবিনারে সভাপতির ভাষণে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘ব্রহ্মপুত্র, পদ্মা, যমুনা ও মেঘনা দিয়ে প্রবহমান অভিন্ন নদীর পানি বণ্টন ব্যবস্থা নিশ্চিত করতে পদক্ষেপ জরুরি। তা না হলে জলবায়ুর অভিঘাত থেকে আমরা ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা পাবে না। নদী রক্ষার লড়াইকে রাজনৈতিক লড়াই হিসেবে গ্রহণ করতে হবে।’

ওয়েবিনারে আরও বক্তব্য রাখেন—ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তিস্তা রক্ষা আন্দোলনের আহ্বায়ক নজরুল ইসলাম হাক্কানী, প্রকৌশলী মুহাম্মাদ হেলালুজ্জামান হেলাল প্রমুখ।

/এএইচআর/ এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে, আশা স্বাস্থ্যমন্ত্রীর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
স্লিপিং ট্যাবলেট খেলেও ভূতের ভয়ে সরকারের ঘুম আসে না: গয়েশ্বর
স্লিপিং ট্যাবলেট খেলেও ভূতের ভয়ে সরকারের ঘুম আসে না: গয়েশ্বর
অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে লালকার্ড দেখালেন শিক্ষার্থীরা
অবন্তিকার আত্মহত্যা: প্রশাসনকে লালকার্ড দেখালেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার