X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ১৮:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৮:২৪

বিএনপি প্রার্থীর বহিষ্কার দাবিতে মিছিল ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের গণসংযোগকালে দুই পক্ষের মধ্য ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ওই আসনের মনোনয়ন বঞ্চিত ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কপিল উদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে জাহাঙ্গীরের সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উভয়পক্ষের ১০ জনের বেশি নেতাকর্মী আহত হন।

শুক্রবার (২৩ অক্টোবর) উত্তরার ৭ নম্বর সেক্টরের ১ নম্বর রোডের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে জাহাঙ্গীর নির্বাচনি গণসংযোগে বের হলে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উত্তরা-৭ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার শেষে গণসংযোগে বের হয় জাহাঙ্গীর হোসেন। এসময় কপিল আহমেদর সমর্থকরা ‘সন্ত্রাসী ও ঘর জামাই জাহাঙ্গীরের’ বহিষ্কারের দাবিতে মিছিল বের করেন। তখন দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

জাহাঙ্গীর বিরোধী মিছিলের নেতৃত্বে ছিলেন সদ্য বহিষ্কৃত দক্ষিণখান থানা বিএনপির থানার সদস্য নাজিম উদ্দিন দেওয়ান ও আমজাদ হোসেন ও উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাহাঙ্গীরের ও কপিল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কপিল উদ্দিনের অনুসারী ১৫-২০ জন নেতাকর্মী আহত হন।

উত্তরা পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান বলেন, গুলশান অফিসে হামলার বিচারের দাবিতে আমাদের এই মিছিল ছিল। আর এই মিছিলে হামলা করেছে জাহাঙ্গীরের সমর্থকরা। এ জন্য আমরা দল থেকে তার বহিষ্কার দাবিতে মিছিল করি। কিন্তু মিছিলের শেষভাগে কালো পতাকা প্রদর্শন করে এগিয়ে যাওয়ায় জাহাঙ্গীর সমর্থকরা হামলা করে। আমারও তাদের পাল্টা ধাওয়া দিয়েছি। এতে আমাদের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।

তবে মিছিলে কে বা কারা হামলা চালিয়েছে, সে বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন।

/এএইচআর/টিটি/
সম্পর্কিত
সাবেক যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান, পাশের জমিতে মিললো লাশ
বিএনপিকে সংস্কারবিরোধী বলা পরিকল্পিত অপপ্রচার: মির্জা ফখরুল
যেসব সংস্কারে একমত বিএনপি, জানালেন মির্জা ফখরুল
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে