আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাছাই করা চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়ে চিঠি পাঠাতে শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এসব চিঠি পাঠানো হচ্ছে।
শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রতীক বরাদ্দের চিঠি পাঠাতে শুরু করার বিষয়টি জানান।
আগামী ২২ মার্চ দেশের ৭৩৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এজন্য আওয়ামী লীগের (স্থানীয় সরকার) ইউনিয়ন পরিষদ নির্বাচন মনোনয়ন বোর্ড তিনদিন বৈঠক করে বৃহস্পতিবার নাগাদ ৭০২ জন প্রার্থীকে চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে নির্বাচনের জন্য বাছাই করেছে। বাকি ৩৭টি পদের চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য শুক্রবার বিকাল ৪টায় আবার মনোনয়ন বোর্ডের বৈঠক হবে।
প্রতীক বরাদ্দের চিঠি নিতে দেশের বিভিন্ন স্থান থেকে চেয়ারম্যান পদের প্রার্থীরা এবং তাদের সমর্থকরা ধানমণ্ডির কার্যালয়ে আসতে শুরু করেছেন।
/পিএইচসি/এফএস/ এএইচ/