X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জেল: জামায়াতসহ ২০ দলীয় জোট শরিকদের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:২২

বিএনপির চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী খালেদা জিয়ার ৫ বছরের জেল হওয়ায় প্রতিবাদ জানিয়েছে জোটের শরিক জামায়াতে ইসলামীসহ অন্যান্য শরিক দলগুলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলগুলো জোটনেত্রীর সাজার প্রতিবাদ ও নিন্দা জানায়।

আদালতে যাওয়ার পথে খালেদা জিয়া (ছবি: ফোকাস বাংলা) জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার হীন উদ্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে।’ খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার সরকারি ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই রায় বলে মনে করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির।

মুজিবুর রহমান বলেন, ‘বিচার বিভাগের ওপর থেকে জনগণের আস্থা উঠে গেলে দেশ ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবে। সরকার এ ধরনের সংকট সৃষ্টি করে রাষ্ট্রযন্ত্র ব্যবহারের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। কিন্তু সরকারের এ পরিকল্পনা দেশের জনগণ কখনও বাস্তবায়ন হতে দেবে না।’

খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বলেন, ‘দেশের একজন জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রাখতে সুদূরপ্রসারী নীল নকশার অংশ হিসেবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এ রায় ঘোষণা করা হলো। এতে রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হবে। সাজানো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে প্রদত্ত প্রতিহিংসামূলক ও ন্যায়ভ্রষ্ট এ রায় দেশবাসী কখনোই মেনে নেবে না।’

বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বলেন, ‘সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে এমন আচরণ করা হলো। এতে করে বিচারব্যবস্থার প্রতি মানুষের বিশ্বাস ও আস্থা অনেক কমে যাবে।’ তার (খালেদা জিয়া) কারাবরণে আন্দোলন আরও নতুন মাত্রা পাবে বলেও জানান জেবেল রহমান গাণি।

জাতীয় পার্টির (একাংশ) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর টি আই এম ফজলে রাব্বি চৌধুরী ও মহাসচিব মোস্তফা জামান হায়দার বলেন, ‘খালেদা জিয়ার কারাদণ্ড জাতীয় রাজনীতির জন্য একটি চরম অশনিসংকেত।’

/এসটিএস/সিএ/এমও/
সম্পর্কিত
চরমোনাই পীরের ভাইয়ের বাসায় জামায়াতের ৯ নেতা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বশেষ খবর
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড