X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

যুব কর্মসংস্থান মন্ত্রণালয় গঠনের দাবি জাকের পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৯, ০২:০৪আপডেট : ১৮ জুন ২০১৯, ০২:২২

জাকের পার্টির আলোচনা সভায় দলটির নেতা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দেশের তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য যুব কর্মসংস্থান মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে জাকের পার্টি। সোমবার (১৭ জুন) দুপুরে রাজধানীর গুলশানে আয়োজিত ‘টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্ত, অর্থনৈতিক ভঙ্গুরতার লক্ষণ ও ক্রমবর্ধমান সম্পদের বৈষম্য’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সায়েম আমীর ফয়সল। এ সময় তিনি নতুন (২০১৯-২০) অর্থবছরের  বাজেট নিয়েও কথা বলেন।

সায়েম আমীর ফয়সল বলেন, ‘বাজেটে স্টার্টআপে ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু এ বরাদ্দ পর্যাপ্ত নয়। এ খাতে কমপক্ষে ১০ হাজার কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করা না গেলে, বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি মিলবে না। তরুণ ও যুবকদের কর্মসংস্থানবিহীন জিডিপি প্রবৃদ্ধি কোনোভাবেই সুফল বয়ে আনবে না।’

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘দেশীয় পণ্যকে প্রাধান্য দিতে হবে। এ বাজেটে দেশি পণ্য উৎপাদনে বিভিন্ন প্রস্তাব রয়েছে; এতে দেশি পণ্য উৎপাদকারীরা উৎসাহিত হবেন। ঋণ খেলাপি নিয়ন্ত্রণ করতে হবে। এ জন্য সরকারকে কঠোর হতে হবে। রাজস্ব নীতির পাশাপাশি এর বাস্তবায়ন দরকার।’

বাজেটকে চ্যালেঞ্জিং উল্লেখ করে সায়েম আমীর ফয়সল আরও বলেন, ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ন্যাশনাল হেলথ কেয়ার সিস্টেম করতে হবে। দেশের মানুষ যদি সুস্থ-সুন্দর না থাকে, তবে সেই উন্নতির কোনও মানে নেই।’

অনুষ্ঠানে সায়েম আমির ফয়সলের অর্থনীতির ওপর গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ চেয়ারম্যান বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আতিকুল ইসলাম, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী, মহিলা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক ফারাহ আমীর ফয়সল প্রমুখ।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি