X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাইডেন-হ্যারিসের জয়ে ঢাকায় সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ১৬:৪৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:১১

আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সমাবেশ করেছে ন্যাপ ভাসানী ও বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠন দুটি এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি জো বাইডেনের গণতান্ত্রিক মনোভাব ও উদারতার মধ্য দিয়ে সারা বিশ্ব শান্তির পথে হাঁটবে। সারা বিশ্বে যে জাতিগত দ্বন্দ্ব, মারামারি, তা বন্ধ হয়ে যাবে। সব দেশের রাষ্ট্রপ্রধান গণতন্ত্রের পথে হাঁটবেন। আজকের সমাবেশ থেকে আশা করছি, জো বাইডেন ও কমলা হ্যারিসের নেতৃত্বে বিশ্বের প্রতিটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হবে। এছাড়া জাতিসংঘ যাতে কার্যকর ভূমিকা পালন করতে পারে সেই উদ্যোগ গ্রহণ করবেন।

এ সময় বক্তারা রোহিঙ্গাসহ আন্তর্জাতিক সব সমস্যা সমাধানে জো বাইডেনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এমএ ভাসানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক।

নিমচন্দ্র ভৌমিক বলেন, ‘এই আমেরিকা প্রায় ৫শ’ বছর ধরে গণতান্ত্রিক মূল্যবোধে শাসিত হচ্ছে। আমেরিকা বিশ্বের শান্তির জন্য কাজ করছে। বিশেষভাবে মানবাধিকার বাস্তবায়নের জন্য জাতিসংঘ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধের সমর্থন দিয়েছে আমেরিকার জনগণ ও অ্যাডওয়ার্ড কেনেডি। আমরা কেনেডি ও দেশটির জনগণের কাছে কৃতজ্ঞ ও ঋণী। আজ আমরা যে সমাবেশের আয়োজন করেছি, সেই সমাবেশের লক্ষ্য হলো আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানানো। আমরা এ কারণেই তাদের অভিনন্দন জানাচ্ছি, অনেক প্রতিকূল অবস্থার পর আমেরিকার জনগণ এই দুজনকে নির্বাচন করেছেন। আগামীতে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তারা কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করছি।’

এম এ ভাসানী বলেন, ‘আমেরিকা বাংলাদেশের বন্ধুরাষ্ট্র। আমেরিকা ডিভি’র মাধ্যমে প্রায় ৫ লাখ লোকের কর্মসংস্থান ও নাগরিকত্ব দিয়েছে, এটা তারই প্রতিফলন। সে কারণে আমরা আমেরিকার সরকারের প্রতি চিরকৃতজ্ঞ। আমরা আশা করি, আগামীতে জো বাইডেন ও কমলা হ্যারিস বাংলাদেশের পক্ষে কাজ করবেন। বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবেন। যেমন, গার্মেন্টস সেক্টরে তারা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে কাজ দেবেন।’

এম এ জলিল বলেন, ‘আমেরিকা গণতান্ত্রিক দেশ। তাদের সরকার পরিবর্তন হয় নির্বাচনের মাধ্যমে। তার প্রতিফলন জো বাইডেন ও কমলা হ্যারিস। আমরা জো বাইডেন ও কমলা হ্যারিসের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’ তারা দুজনে আমেরিকার জনগণ ও বিশ্বের সাধারণ মানুষের পক্ষে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
জোড়া আঘাতে হায়দরাবাদকে গুটিয়ে চেন্নাইয়ের জয় রাঙালেন মোস্তাফিজ
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
দিনাজপুরে ইউপি নির্বাচনে সংঘর্ষ, পুলিশের গুলিতে চেয়ারম্যান প্রার্থীর চাচা নিহত
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ