X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার দাবিতে শাহবাগে সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২১, ২০:৫১আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ২০:৫১

চট্টগ্রামের বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার এবং করোনাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের ঘরে খাদ্য পৌঁছানোর দাবিতে সমাবেশ করেছে আটটি সংগঠন। শুক্রবার (২৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ করে তারা।

সমাবেশ সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা এবং সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদ) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সালমান সিদ্দিকী।

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বাঁশখালীতে শ্রমিক হত্যার বিচার, শ্রমিকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, করোনাকালে জনগণের চিকিৎসাসেবা, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দিতে হবে। সরকার  লকডাউনের নামে জনগণের ওপর দুঃশাসনের খড়গ চালাচ্ছে। তার সর্বশেষ নজির আমরা বাঁশখালীতে দেখেছি। লকডাউন অর্থই এই সরকার বোঝে না। মানুষের খাদ্য নিশ্চত না করে লকডাউন কোনোভাবে সফল হতে পারে না। সরকার যেমন মানুষের গণতান্ত্রিক অধিকার দিতে ব্যর্থ, তেমনি লকডাউন কার্যকর করতেও ব্যর্থ।’

তিনি বলেন, ‘বাঁশখালীতে শ্রমিক হত্যাকাণ্ড কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, সরকারের দমন নীতির বহিঃপ্রকাশ। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমরা সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিপ্লবী ছাত্র মৈত্রী সাধারণ সম্পাদক দিলিপ রায় বলেন, ‘এটা খুবই দুঃখজনক, একজন শ্রমিক রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহত হন।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আতিফ অনিক, বাংলাদেশ ছাত্র ফেডারেশন (একাংশের) সভাপতি মিতু সরকার। এতে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন দেলোয়ার হোসেনসহ অনেকে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় 'গরমে অসুস্থ হয়ে' নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
কান উৎসব ২০২৪স্বর্ণপামে ৯ বিচারক: সর্বকনিষ্ঠ আদিবাসী লিলি, আছেন বন্ডকন্যাও
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার