X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘মোহাম্মদ নাসিম অসাম্প্রদায়িক রাজনীতির পুরোধা ছিলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২১, ১৬:২৯আপডেট : ১৯ জুন ২০২১, ১৬:৩৬

১৪ দলের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘ছাত্র জীবনে প্রগতিশীল রাজনীতির মধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরে প্রগতিশীল রাজনীতির ভাঙা গড়ার শিকার হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রমে তিনি সংগঠকের দায়িত্ব পালন করেছেন।’

শনিবার (১৯ জুন) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর তোপখানা রোডে পার্টি অফিস চত্বরে অনুষ্ঠিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ভাষণে মেনন এসব কথা বলেন।

স্মরণসভায় বক্তারা মেনন বলেন, ‘জিয়া-এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আপসহীনভাবে রাজপথে লড়াই করেছেন মোহাম্মদ নাসিম। তিনি গণতন্ত্র পনুরুদ্ধারের জন্য জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছিলেন। বিএনপির শাসন আমলে তাঁকে রাজপথে রক্ত দিতে হয়েছে। জঙ্গি বাংলা ভাইয়ের উত্থানের বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। ১৪-দলের দায়িত্ব গ্রহণের পর তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ করার যে সাহসী ভূমিকা পালন করেছেন তা এ দেশের মানুষ চিরদিন স্মরণ করবে।’

নগর পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় মো. নাসিমকে স্মরণ করার জন্য ওয়ার্কার্স পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সভার বিশেষ অতিথি ও মোহাম্মদ নাসিমের পুত্র জননেতা তানভীর শাকিল জয় এমপি।

এছাড়াও স্মরণ সভায় বক্তব্য রাখেন ১৪ দলের অন্যতম শরিক ন্যাপের কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের আহ্বায়ক বাবুল বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির নগর নেতা শাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
সিলেটে স্কুল শিক্ষার্থীদের সঙ্গে নিগার-মারুফাদের একবেলা
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ১৮
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
বরিশালে গরমে শ্রেণিকক্ষে ৫ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ