X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

কৃষক-ক্ষেতমজুরসহ সবার করোনা টেস্ট নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৯:৪৫আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:৪৫

কৃষক ক্ষেতমজুরসহ গ্রামাঞ্চলের সব মানুষের করোনা টেস্ট এবং বিনামূল্যে চিকিৎসাসহ ৭ দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। রবিবার (১৮ জুলাই)  সব জেলার সিভিল সার্জন এবং উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করে সংগঠনটি। কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে কৃষক ফ্রন্টের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন।

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৃষক নেতা বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের দপ্তফতর সম্পাদক নিখিল দাস, বাসদ ঢাকা মহানগর সদস্য সচিব জুলফিকার আলী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন।

সমাবেশে নেতারা বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টে  সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। স্বাস্থ্য ও চিকিৎসার নাজুক পরিস্থিতি প্রকাশ্যে উন্মোচিত হয়েছে। সরকার সময়মতো উদ্যোগ না নেওয়ায় করোনার সংক্রমণ গ্রাম পর্যায়ে বিস্তার ঘটছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, এবারে সংক্রমিত রোগীর শতকরা ৫০ ভাগ গ্রাম থেকে আসছে। একদিকে গ্রামের মানুষের আর্থিক সঙ্গতি নেই, অপরদিকে গ্রামে করোনা পরীক্ষা ও চিকিৎসার ন্যূনতম ব্যবস্থা নেই। এমতাবস্থায় গ্রামীণ জনগোষ্ঠীকে করোনা অতিমারি থেকে বাঁচাতে নিম্নোক্ত দাবিগুলো বাস্তবায়নের জন্য সকারের প্রতি জোর দাবি জানান নেতারা।

তদের দাবিগুলো হচ্ছে—  জরুরি ভিত্তিতে গ্রাম পর্যায়ে বিনামূল্যে সকলের করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে, যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনা করে উপজেলা /ইউনিয়ন পর্যায়ে সেনাবাহিনীর মেডিক্যাল কোরের সহায়তায় করোনা চিকিৎসার জন্য ফিল্ড হাসপাতাল স্থাপন করতে হবে, গ্রামের কৃষক ক্ষেতমজুরসহ প্রাপ্তবয়স্ক সকলকে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে, হাসপাতালগুলোতে শয্যাসংখ্যা, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ বেডসহ চিকিৎসা পরিধি বাড়ানো ও পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ দেওয়াসহ  কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে হবে, স্বাস্থ্য খাতে দুর্নীতি বন্ধ করতে হবে।

এছাড়া গ্রাম-শহরের শ্রমজীবী দরিদ্রদের এক মাসের খাদ্য ও নগদ ৫ হাজার টাকা করে সহায়তা এবং  করোনা মোকাবিলায় কার্যকর লকডাউন দিতে হবে, দৈনিক কমপক্ষে ১ লাখ করোনা টেস্ট, কন্ট্রাক্ট ট্রেসিং ও আইসোলেশনের ব্যবস্থা করতে হবে এবং বিনামূল্যে সকল নাগরিকের করোনা চিকিৎসা করতে হবে। করোনায় মৃত্যুবরণকারীদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজার একাধিক স্থানে ইসরায়েলি হামলা, নিহত ৯৫
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ফেনীতে অস্ত্রসহ ছাত্রদলের সাবেক দুই নেতা আটক
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ন্যায়সঙ্গত ও টেকসই জ্বালানি রূপান্তর জরুরি
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
ফিরে দেখা: ১ জুলাই ২০২৪
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের