X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির সমাবেশ গড়ে তোলার আহ্বান সিপিবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২২, ১৮:৩০আপডেট : ২৬ মার্চ ২০২২, ১৮:৩০

দেশ বাঁচাতে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির সমাবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে দলের শ্রদ্ধাজ্ঞাপন শেষে নেতারা এ আহ্বান জানান।

দলের সভাপতি মোহাম্মদ শাহ আলম মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘দুর্বৃত্ত আমলা, দুর্বৃত্ত ব্যবসায়ী আর দুর্বৃত্ত রাজনৈতিক মিলে জনগণের উপার্জিত সম্পদ লুটপাট করে নিচ্ছে। অধিকাংশ মানুষের কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছেনি। বর্তমান দুঃশাসন থেকে দেশকে মুক্ত করে মুক্তিযুদ্ধের চার মূলনীতির ভিত্তিতে দেশকে অগ্রসর করতে হবে।’

সাম্প্রদায়িক অপশক্তি দমনে, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণসংগ্রাম গণআন্দোলন গড়ে তোলা ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করার আহ্বান জানান সিপিবি সভাপতি।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে বৈষম্য পাহাড় পরিমাণ। আগে সম্পদ পাচার হতো পশ্চিম পাকিস্তানে, এখন সম্পদ পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। লুটপাট, দুর্নীতির থাবায় সাধারণ মানুষের অর্জন লুট হয়ে যাচ্ছে কিছু মানুষের কাছে। এক দেশে চলছে দুই অর্থনীতি। ভয়ের পরিবেশে তৈরি করা হয়েছে।’

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘গণতন্ত্র নির্বাসিত। সাম্প্রদায়িক অপশক্তির দাপট চলছে। এদের সঙ্গে আপস করে ক্ষমতায় থাকতে ও ক্ষমতায় যেতে ব্যস্ত শাসকগোষ্ঠী। এ অবস্থায় থেকে দেশ বাঁচাতে, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত দেশ গড়তে, সুশাসন নিশ্চিত করতে নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির সমাবেশ গড়ে তুলতে হবে।’

তিনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ (সোমবার) দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন—সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন, আহসান হাবীব লাভলু, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, রাগীব আহসান মুন্না, লাকী আক্তারসহ পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিপিবির কর্মসূচি
ক্ষমতাসীনরা অপরাজনীতি করছে: সিপিবি
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা