X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সৈয়দ ইবরাহিমের ডাকে গুলশানে রাজনীতিকদের আড্ডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২২, ০১:০৯আপডেট : ০২ জুন ২০২২, ০১:২১

২০ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের ডাকে গুলশানের একটি হলে আড্ডায় অংশ নিয়েছেন বেশ কয়েকজন রাজনীতিক। বুধবার (১ জুন) দিবাগত রাত ৮টার দিকে শুরু হয়ে ‘ঈদ পুনর্মিলনী ও সমসাময়িক আড্ডা’ ব্যানারে এই অনানুষ্ঠানিক আলোচনা কয়েকঘণ্টা বিস্তৃত ছিল।

আড্ডায় সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম, বিএনপির এমপি হারুনুর রশীদ, সংরক্ষিত আসনের এমপি রুমিন ফারহানা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরাম একাংশের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ।

একাধিক রাজনৈতিক দলের নেতারা মনে করছেন, যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনও সুনির্দিষ্ট কোনও জোট গঠন হচ্ছে না; সেক্ষেত্রে ২০ দলীয় জোটও সক্রিয় থাকবে না। আর এ কারণে ইবরাহিমের মাধ্যমে নতুন কোনও উদ্যোগ গ্রহণ করে জোটভুক্ত শরিক দলগুলোর সমন্বয়ে একটি রাজনৈতিক ফ্রন্ট করার চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে।

আবার কোনও-কোনও নেতার ধারণা, অলি আহমদের সঙ্গে ‘জামায়াতের যোগসূত্রতা’ থাকায় তার অনুপস্থিতিতেই বিএনপি নেতারা ইবরাহিমের সমন্বয়ে নতুন মঞ্চ করার বিষয়টিকে চূড়ান্ত করতে চান। যেহেতু জামায়াতকে নিয়ে একমঞ্চে কোনও রাজনৈতিক উদ্যোগ গ্রহণের সুযোগ কম, সে কারণে জামায়াতকে দিয়ে অলি আহমদের নেতৃত্বে অন্য কোনও মঞ্চ দেখা যেতে পারে।

সৈয়দ ইবরাহিমের ডাকে গুলশানে রাজনীতিকদের আড্ডা

অনুষ্ঠানে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের আমন্ত্রণে অংশগ্রহণ করেন, বিএনপি নেতা নজরুল ইসলাম খান, শাজাহান ওমর, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বিএনপি জোটের শরিক নেতা মোস্তফা জামাল হায়দার, ক্বারী তাহের, সাইফুদ্দিন মনি, সৈয়দ এহসানুল হুদা। এছাড়া রাশেদ প্রধান, আসমা আমিনও উপস্থিত ছিলেন।

বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, মির্জা ফখরুল তার বক্তব্যে সকল দল ও মতের ব্যক্তিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে ‘মুক্তিযুদ্ধের চেতনাধ্বংসকারী সরকারের বিরুদ্ধে আন্দোলনের বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বুধবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের আমন্ত্রণে জেবেল রহমান গানি ও আমি গিয়েছিলাম রাজনৈতিক আড্ডায়। গুলশানের ইমানুয়েল সেন্টারে সাড়ে ৭টার দিকে আড্ডা শুরু হয়। তবে আনুষ্ঠানিক বক্তব্য শুরু হয় সোয়া ৮টার দিকে।’

কল্যাণ পার্টির সঙ্গে বিএনপির মতবিনিময় আজ

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিএনপির চলমান রাজনৈতিক মতবিনিময়ের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টায় গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক- এর নেতৃত্বে প্রতিনিধি ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলের মতবিনিময় হবে।

এর আগে গত ২৪ মে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, ২৭ মে জোটের শরিক লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছেন বিএনপি নেতারা। এরপর মঙ্গলবার (৩১ মে) গণসংহতি আন্দোলন ও বুধবার (১ জুন) বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে মতবিনিময় করেন তারা।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আনু মুহাম্মদের সুস্থতা কামনায় মির্জা ফখরুল
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী