X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সরকার বাঘের পিঠে উঠেছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৭:০৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৭:২৭

নির্বাচন দিলে আওয়ামী লীগের ‘মান-সম্মান থাকবে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকার এমনি এমনি ক্ষমতা থেকে নামতে চায় না। কারণ তারা বাঘের পিঠে উঠেছে, নামা কঠিন। যদিও তাদের অনেক বুদ্ধি ও কলাকৌশল।’

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 'জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি বহুমাত্রিক প্রভাব এবং বাংলাদেশের গন্তব্য কোন পথে' শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

মাহমুদুর রহমান মান্না বলেন, দিনকে দিন মানুষের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা জমজমাট হচ্ছে। আওয়ামী লীগকে দেখতে পারে- এমন মানুষ দেখি না। আওয়ামী লীগ আছে- একথা কেবল সুবিধাভোগীরাই বলে। দলটির নেতারাও টকশোতে আলোচনা শেষে দেখা হলে বলেন, বলা লাগে তাই বলছেন তারা।

দেশের সংকটে থাকার কথা মন্ত্রীরা বলছে উল্লেখ করে তিনি বলেন, দেশ থেকে ব্যাংকের মাধ্যমে ৭০ হাজার কোটি টাকা এবং বেআইনিভাবে ২ লাখ কোটি টাকা বিদেশে চলে যায়। সরকার পদক্ষেপ না নেয় না, সেই লোকগুলোরে ধরে না। সুইস ব্যাংকের সরকার তথ্য চায়নি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছেন। সরকার আসলেই তথ্য চেয়ে আবেদন করেছে কিনা, তা জনগণও জানতে চায়।

বাংলাদেশ কি শ্রীলঙ্কা হচ্ছে— এমন প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ‘এটা আমরা বলছি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সূত্র ধরে বিবিসি বলছে; আসলে আমরাও ঝুঁকিতে আছি।’

আলোচনা সভায় জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক