X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সরকার বাঘের পিঠে উঠেছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২২, ১৭:০৩আপডেট : ১২ আগস্ট ২০২২, ১৭:২৭

নির্বাচন দিলে আওয়ামী লীগের ‘মান-সম্মান থাকবে না’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘সরকার এমনি এমনি ক্ষমতা থেকে নামতে চায় না। কারণ তারা বাঘের পিঠে উঠেছে, নামা কঠিন। যদিও তাদের অনেক বুদ্ধি ও কলাকৌশল।’

শুক্রবার (১২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 'জ্বালানি তেলের নজিরবিহীন মূল্যবৃদ্ধি বহুমাত্রিক প্রভাব এবং বাংলাদেশের গন্তব্য কোন পথে' শীর্ষক এই সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

মাহমুদুর রহমান মান্না বলেন, দিনকে দিন মানুষের মধ্যে রাজনীতি নিয়ে আলোচনা জমজমাট হচ্ছে। আওয়ামী লীগকে দেখতে পারে- এমন মানুষ দেখি না। আওয়ামী লীগ আছে- একথা কেবল সুবিধাভোগীরাই বলে। দলটির নেতারাও টকশোতে আলোচনা শেষে দেখা হলে বলেন, বলা লাগে তাই বলছেন তারা।

দেশের সংকটে থাকার কথা মন্ত্রীরা বলছে উল্লেখ করে তিনি বলেন, দেশ থেকে ব্যাংকের মাধ্যমে ৭০ হাজার কোটি টাকা এবং বেআইনিভাবে ২ লাখ কোটি টাকা বিদেশে চলে যায়। সরকার পদক্ষেপ না নেয় না, সেই লোকগুলোরে ধরে না। সুইস ব্যাংকের সরকার তথ্য চায়নি বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। হাইকোর্টও বিষয়টি জানতে চেয়েছেন। সরকার আসলেই তথ্য চেয়ে আবেদন করেছে কিনা, তা জনগণও জানতে চায়।

বাংলাদেশ কি শ্রীলঙ্কা হচ্ছে— এমন প্রশ্ন রেখে নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, ‘এটা আমরা বলছি না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সূত্র ধরে বিবিসি বলছে; আসলে আমরাও ঝুঁকিতে আছি।’

আলোচনা সভায় জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া