X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গ্রামীণ শ্রমজীবীদের জন্য পেনশন চালুর দাবি মেননের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২২, ১৪:২৯আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৪:৩৩

অর্থ জমা রাখা ছাড়াই খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য পেনশন চালু করা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘আমরা সচিবদের এবং সরকারের অন্য কর্মকর্তাদের বৃদ্ধ বয়সের নিরাপত্তায় পেনশন দিচ্ছি। তাহলে কৃষি কাজে যারা আছেন তাদের বৃদ্ধ বয়সে নিরাপত্তা কীভাবে দিতে পারবো? তাদের নিরাপত্তায় অর্থ জমা রাখা ছাড়াই পেনশন স্কিম চালু করা জরুরি।’

শনিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন আয়োজিত ‘খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবীদের জন্য জমাবিহীন পেনশন’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

কাজের অভাবে দেশের জনগণ প্রবাসে চলে যায় মন্তব্য করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘এখন প্রায়ই একটা অভিযোগ শোনা যায়, গ্রামে কৃষি কাজের জন্য লোক পাওয়া যায় না। তার মানে এই না, গ্রামে তাদের অনেক কর্মসংস্থান করা হয়েছে, তারা অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। মূলত তারা দেশের বাইরে চলে যায় ভালো সুযোগ-সুবিধার জন্য। ফলে সেখানে নারীদের অংশগ্রহণ বেড়েছে। গ্রামের ৭২ শতাংশ নারী এখন কৃষি কাজে অংশ নিচ্ছে।’

তিনি বলেন, ‘ইউনিভার্সেল পেনশন স্কিম বা খেতমজুরদের জন্য জমাবিহীন পেনশন সরকারের দয়া-দক্ষিণা নয়, গ্রামীণ শ্রমজীবীরা নাগরিক হিসেবেই এটা পেতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে এ বিষয়টি চালু রয়েছে।’

স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করে যে আইন করা হবে, সেই আইনে স্টেকহোল্ডাররা সুবিধা পাবেন না বলেও মনে করেন সাবেক এই সমাজকল্যাণ মন্ত্রী।

বাংলাদেশ খেতমজুর সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন, সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, ড. মোস্তাফিজুর রহমান, ড. বিনায়ক সেন, অধ্যাপক এম এম আকাশ, শামসুল হুদা প্রমুখ।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা