X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দল জানে না নিবন্ধনের খবর, ল চেম্বারে কার্যালয়

সালমান তারেক শাকিল ও আসাদ আবেদীন জয়
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:২২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৭

আদালতের আদেশে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়েছে ব্যারিস্টার নাজমুল হুদার ‘তৃণমূল বিএনপি’। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)  নির্বাচন কমিশনের (ইসি) সচিব জাহাংগীর আলমের সই করা এক প্রজ্ঞাপনে এই নিবন্ধন দেওয়ার কথা জানানো হয়েছে। দলটির নিবন্ধন নম্বর ৪৫। দলটির প্রতীক ‘সোনালী আঁশ’। তবে এই নিবন্ধনপ্রাপ্তির খবর জানেন না প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা। গুরুতর অসুস্থ থাকায় তাকে এ খবর জানানোরও উপায় নেই বলে জানিয়েছে তার পরিবারের সূত্র।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে দলটির ‘প্রধান কার্যালয় ৩৩ তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১৬ তলা), পল্টন ঢাকা-১০০০-এ অবস্থান’ দেখালেও সরেজমিন এই নামে দৃশ্যমান পরিচিতিসহ কোনও রাজনৈতিক দলের কার্যালয় পাওয়া যায়নি। সেখানে রয়েছে নাজমুল হুদা ও তার স্ত্রী সিগমা হুদা প্রতিষ্ঠিত ‘বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কার্যালয়’ ও ‘চ্যানসেরি ল ক্রনিক্যালস’ নামে একটি আইন ব্যবসার কার্যালয়। ২০১৬ সালের ২২ এপ্রিল তৃণমূল বিএনপির কমিটি গঠনের দিন জাতীয় প্রেসক্লাবে

মেহেরবা প্লাজার নিরাপত্তারক্ষী জানান, ‘চ্যানসেরি ল ক্রনিক্যালস’ নামের প্রতিষ্ঠানটিও নাজমুল হুদা ও সিগমা হুদার। ‘চ্যানসেরি ল ক্রনিক্যালস’-এর ভেতরেই ‘তৃণমূল বিএনপির’ অফিস হিসেবে ব্যবহার করা হয়। ভেতরের প্রচুর স্পেস থাকায় সেখানেই এই রাজনৈতিক ব্যানার ব্যবহার করা হয়।

বৃহস্পতিবার ইসি সচিব জাহাংগীর আলমের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১০৯৪২/২০১৮-এর বিগত ৬/১১/২০১৮ তারিখের রায় ও আদেশ এবং আপিল বিভাগে দায়েরকৃত সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের ওপর আপিল বিভাগের প্রদত্ত রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে বিধান অনুযায়ী প্রধান কার্যালয় ৩৩, তোপখানা রোড, ১৫/সি মেহেরবা প্লাজা (১৬ তলা), পল্টন, ঢাকা-১০০০-এ অবস্থিত তৃণমূল বিএনপিকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। ওই দলের জন্য ‘সোনালী আঁশ’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং যার নিবন্ধন নম্বর-৪৫, তারিখ ১৬ ফেব্রুয়ারি, ২০২৩।’’

বৃহস্পতিবার রাতে ইসির নিবন্ধনের বিষয়ে তৃণমূল বিএনপি জানে কিনা, এমন খোঁজ নেয় বাংলা ট্রিবিউন। সন্ধ্যার দিকে নাজমুল হুদাকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে তার কন্যা অন্তরা সেলিমা হুদা বলেন, ‘আব্বু অনেক অসুস্থ। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।’

পারিবারিক সূত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস ধরে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন নাজমূল হুদা। দুদিন আগে তাকে বাসায় নেওয়া হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইনফেকশন হওয়ার ঝুঁকি থাকায় তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বেশ কয়েক বছর আগের করা রিটের পরিপ্রেক্ষিতে তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার ঘটনা ঘটলেও মূলত এর পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। পরিবারের একাধিক সদস্য উদ্ধৃত হওয়ার অনিচ্ছা প্রকাশ করে উল্লেখ করেন, নাজমুল হুদা এতটাই অসুস্থ যে তাকে নিবন্ধনের খবরও দেওয়ার সুযোগ নেই। পরিবারের কোনও সদস্যই তৃণমূল বিএনপির কোনও নেতাকে চেনেন না।

পরিবারের সূত্রের দাবি, নাজমুল হুদাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাতে দেওয়ার ব্যবস্থা করতে হচ্ছে। একাধিক নার্স তাকে দেখভাল করছেন বাসায়। তার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল বলে উল্লেখ করে সূত্রটি।

বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে তিনটি দল গড়েছিলেন নাজমুল হুদা। সেদিক থেকে তৃণমূল বিএনপি তার চতুর্থ দল।

২০১৬ সালের ২২ এপ্রিল ‘তৃণমূল বিএনপি’র ৭১ সদস্যের কমিটি ঘোষণা করেন নাজমুল হুদা। ওই বছরের শুরুতে ঢাকার একটি অভিজাত হোটেলে এক আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে ‘তৃণমূল বিএনপি’র আত্মপ্রকাশ ঘটে। যদিও প্রেসক্লাব কেন্দ্রিক বিভিন্ন অনুষ্ঠান করলেও বিগত কয়েক বছর ধরে ‘তৃণমূল বিএনপি’র কোনও কার্যক্রম জনসম্মুখে আসেনি। নাজমুল হুদার দল পেলো সোনালী আঁশ প্রতীক

২০১৬ সালে দলের মহাসচিব হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এস জেড এম সালেহউদ্দিন, পরে মাওলানা আবেদ আলী নামে চট্টগ্রামের এক ব্যক্তিকে মহাসচিবের দায়িত্ব দেন নাজমুল হুদা। পরে ২০১৭ সালের ১৬ জানুয়ারি অভিনেতা আহমেদ শরীফকে মহাসচিব করেন তিনি। পরে আর কোনও তথ্য পাওয়া যায়নি এ সম্পর্কে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় মেহেরবা টাওয়ারে ১৬ তলায় গিয়ে দেখা যায়, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কার্যালয়, এর পাশে দেখা যায় চ্যানসেরি ল ক্রনিক্যালস-এর কার্যালয়। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মূলত সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদার অফিস এবং চ্যানসেরি ল ক্রনিকেলস নাজমুল হুদার অফিস। দুটি অফিসই তখন বন্ধ পাওয়া যায়।

মেহেরবা টাওয়ারের লিফটম্যান পলাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘মানবাধিকারের অফিস আলাদা আর রাজনৈতিক অফিস আলাদা। মানবাধিকার অফিস আছে, রাজনৈতিক অফিস আছে—আবার উনার (নাজমুল হুদা) নিজের অফিসও আছে, তিনটাই। ভেতরে বিশাল অফিস। চ্যানসেরি চেম্বারের ভেতরে ঢুকলে তৃণমূল বিএনপির অফিস। আর মানবাধিকার অফিস হচ্ছে উনার (নাজমুল হুদা) স্ত্রী সিগমা হুদার।’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার কার্যালয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলের পাশে রেলওয়ের জমিতে। রেলওয়ে কর্তৃপক্ষ ২০২০ সালে সেই কার্যালয়টি ভেঙে জমি উদ্ধার করে।

মেহেরবা টাওয়ারের লিফটম্যান পলাশ বলেন, ‘আমি প্রতিদিন বিকালে ডিউটি করি। আর স্যার (নাজমুল হুদা) আসলে বিকালেই আসেন, ৪টা-৫টার দিকে। উনি আসেন না অনেক দিন হয়েছে। আমার হিসেবে স্যার অন্তত দুই মাস আসেন না অফিসে। চেম্বারে তার অন্য লোকজন আছে, তারা আসেন।’ চেনসেরি ক্রনিক্যালস অফিসের ভেতরেই তৃণমূল বিএনপির অফিস। ছবি: আসাদ আবেদীন জয়

জানতে চাইলে নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ‘আমার প্রতিষ্ঠান চেনসেরি ক্রনিক্যালসের ভেতরে আমি ‘তৃণমূল বিএনপি’কে একটা জায়গা দিয়েছি। আর দলের একজন স্পোকসম্যান আছে। কাল জানাতে পারবো।’

নাজমুল হুদার শারীরিক অবস্থা প্রসঙ্গে সিগমা হুদা বলেন, ‘শরীর খারাপ আছে, দোয়া করবেন।’

এ প্রসঙ্গে জানতে চাইলে বৃহস্পতিবার রাতে ইসির যুগ্ম-সচিব আব্দুল বাতেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আদালতের আদেশে নিবন্ধন দিয়েছি। কমিশনের চিঠি সংশ্লিষ্ট ঠিকানায় পাঠানো হয়েছে।’

সাবেক প্রভাবশালী নেতা ও যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে দলটিতে যুক্ত হন। দলের নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে মন্ত্রী ছিলেন। তবে মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে পুনরায় দলে ফিরেছিলেন এই নেতা। ২০১২ সালে আবারও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনএফ নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেন নাজমুল হুদা। পরে সেই দল থেকে তাকেই বহিষ্কার করে ২০১৪ সালে জাতীয় নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন দলটির প্রতিষ্ঠাকালীন প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ।

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
নারীবিষয়ক সংস্কার কমিশনকে ঘিরে বিদ্বেষমূলক মন্তব্যের প্রতিবাদে ১১০ নাগরিকের বিবৃতি
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
বাজেটে এবার কতটা বাড়বে নিত্যপণ্যের দাম?
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন করে না: অন্তর্বর্তী সরকার
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র