X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সুস্থ হয়ে উঠছেন সিরাজুল আলম খান

সালমান তারেক শাকিল
০৮ মে ২০২৩, ২২:৩৯আপডেট : ০৮ মে ২০২৩, ২২:৪৬

কাঁধ প্রলম্বিত শ্বেত শুভ্র চুলের মানুষটিই শুয়ে আছেন হাসপাতালের বেডে। শুয়ে-শুয়ে কাছের মানুষদের খোঁজ খবর নিচ্ছিলেন তিনি। তীব্র কাশির যন্ত্রণায় কথা বলতে সমস্যা, ভাঙা ভাঙা গলায় তবুও জানতে চাইছেন— কে আসলো, আর কে গেলো। ৮৩ বছর বয়সী এই মানুষটি দেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান। 

রবিবার (৭ মে) রাত থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। সোমবার (৮ মে) রাতে গিয়ে দেখা যা, ব্যক্তিগত সহকারী মো. রুবেল যত্ন-আত্মি করছেন এই রহস্য পুরুষের। থেমে থেমে নানা কিছু জানতে চাইছিলেন সিরাজুল আলম খান (দাদা ভাই)। জবাবে বিশ্রামের কথা বলে মাথায় হাত বুলিয়ে দেন রুবেল।

সিরাজুল আলম খানের চিকিৎসার সঙ্গে যুক্তরা জানান, তিনি নিউমোনিয়ার সমস্যায় ভুগছেন। তার শারীরিক সমস্যা এখনও প্রবল। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এই প্রতিবেদকের প্রশ্নে দায়িত্বরত একজন চিকিৎসক বলেন, ‘তার শারীরিক অবস্থা মাঝামাঝি। মঙ্গলবার (৯ মে) সকালে তার শারীরিক অবস্থা সম্পর্কে আরও  স্পষ্ট হওয়া যাবে।’

হাসপাতালে ভর্তি হয়েছেন সিরাজুল আলম খান সোমবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে সিরাজুল আলম খানের কেবিনে গিয়ে দেখা যায়, তিনি ক্রমাগত কাশছেন। তবুও দর্শনার্থীদের সঙ্গে থেমে থেমে কুশল বিনিময় করছেন। কথা বলার চেষ্টা করছেন। খোঁজ নিচ্ছেন আগতদের।

হাসপাতালে সিরাজুল আলম খানের দেখভাল করছেন তার ব্যক্তিগত সহকারী মো. রুবেল। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার রাতে শরীর খুব খারাপ হলে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাকে ভর্তি হতে পরামর্শ দেন। তবে এখন সুস্থ হয়ে উঠছেন। শরীরে জ্বর আছে। এ কারণে কাশিও হচ্ছে। আশা করি, দুয়েকদিনের মধ্যে বাসায় নেওয়া যাবে।’

রুবেল জানান, ১৯৪১ সালে জন্ম নেওয়া এই কিংবদন্তী রাজনীতিককে বিগত কয়েক বছর ধরে নিয়মিত হাসপাতালে যেতে হয়েছে। দেশে এবং বিদেশে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রামের লক্ষ্যে ষাটের দশকের প্রথমার্ধে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা ‘স্বাধীনতার নিউক্লিয়াস’ গঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্র নেতারা।

ছবি: সালমান তারেক শাকিল

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু