গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১৩৫ ভোট। আর ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন রাশেদ খান।
সোমবার (১০ জুলাই) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের কাউন্সিল। দলীয় নেতৃত্ব বাছাইয়ের এই নির্বাচনে ৮৫ শতাংশ ভোট পড়েছে বলে জানানো হয় দলটির পক্ষ থেকে। মোট ভোটার সংখ্যা ২১৬।
নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিন জন। তারা হলেন– সদস্যসচিব নুরুল হক নুর, যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ। আর সাধারণ সম্পাদক পদের পাঁচ প্রার্থী হলেন– যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার, হাসান আল মামুন ও যুগ্ম সদস্য সচিব জিল্লু খান।
এছাড়া উচ্চতর পরিষদের আটটি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১৮ জন।