X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

আলেমদের মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ কর্মসূচি দেওয়ার আহ্বান হেফাজত আমিরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২৩, ১৬:৫৭আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৬:৫৭

হেফাজতের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, দেশের অবস্থা অত্যন্ত নাজুক। বহুমুখী সংকটের কারণে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন। সেই সঙ্গে বন্দি আলেমদের মুক্তির দাবি আজ  গণদাবিতে পরিণত হয়েছে। তাই দেশের সংকট দূর করতে আলেমদের ঐক্যবদ্ধ কর্মসূচি নিয়ে মাঠে নামতে হবে।

শনিবার (২২ জুলাই ২৩) সকালে রাজধানীর গুলিস্তানের কাজি বশির উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। সভার আয়োজন করে শায়খুল হাদীস পরিষদ।  সভা থেকে আগামী ২০ আগস্ট দেশব্যাপী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ। যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন ও মাওলানা এহসানুল হকের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক। সকাল সাড়ে ৮টায় তেলাওয়াতের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়। সম্মেলনে ঢাকাসহ সারা দেশ থেকে আসা হাজার-হাজার আলেম-ওলামা মিলনায়তনের ভেতরে ও বাইরে অবস্থান নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সভা শেষ হয় শনিবার দুপুরে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্যে বলেন, ‘আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, দীর্ঘ প্রায় দুই বছর ধরে মিথ্যা ও সাজানো মামলায় মাওলানা মামুনুল হক, মুফতি মুনীর হোসাইন কাসেমী, মুফতি নূর হোসেন নূরানী, মুফতি মাহমুদুল হাসান গুনবী ও মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ আরও অনেক আলেম কারাগারে বন্দি আছেন। অতি সাধারণ মামলায় তাদের এত দীর্ঘ সময় সম্পূর্ণ অন্যায়ভাবে সরকার বন্দি করে রেখেছে।’

তিনি অভিযোগ করেন, আদালত থেকে জামিন পাওয়ার পরও তারা মুক্তি পাচ্ছেন না। নতুন মামলা দিয়ে আটক রাখা হচ্ছে। কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে।’

মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আমরা বাহ্যত চার জন ওলামার মুক্তি দাবি করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সবাই বন্দি। আমরা ওলামা মাশায়েখ ও সাধারণ মানুষের কাছে গিয়ে দেখেছি— তাদের হৃদয়ে আগুন জ্বলছে। যদি অতি দ্রুত আলেমদের মুক্তি না দেন, তাহলে তাদের হৃদয়ের আগুনে আপনারা পুড়ে যাবেন। আলেম-ওলামাসহ সর্বস্তরের তওহিদি জনতার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশ ও জাতিকে মুক্তি দিন।’

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেন, ‘আমাদের বৃহত্তর ঐক্য আজ হয়ে গেছে। তিন দফা দাবির ওপর আজ দেশের সব মুসলামান ঐক্যবদ্ধ। সরকারের প্রতি আহ্বান, আপনারা যদি জাতিকে বাঁচাতে চান, আলেমদের বদ দু'আ থেকে বাঁচতে চান, তাহলে অবিলম্বে আলেমদের মুক্তি দিন। এটা কথার কথা নয়। সরকারের দায়িত্বশীলদের ভালোভাবে ভাবার অনুরোধ করছি।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন— জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, বেফাক সহসভাপতি মাওলানা আব্দুল হক, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মাদ আলী, হাটহাজারী মাদ্রাসা মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
নতুন শিক্ষাক্রমের পাঠ্যবই নিয়ে হেফাজতের যত আপত্তি
২৯ ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজত
ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি হেফাজতের
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!