X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৩, ১৫:১৬আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১৫:১৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সভাপতি ডা. এম এ সামাদ।

সোমবার (২১ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি। ‘দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং সংসদ ভেঙে দিয়ে ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পদত্যাগের’ দাবিতে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)।

ডা. এম এ সামাদ বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি ২০০৭ সালে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে সরকার প্রধান ঘোষণা করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে বাংলার জনগণ লোগি-বৈঠা হাতে নিয়েছিল। দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। আমরাও সেই আন্দোলনে ছিলাম লগি-বৈঠা দিয়ে পিটিয়ে খালেদা জিয়া সরকারকে বিদায় করা হয়েছিল। এই কারণেই দেশে ওয়ান এলিভেন এসেছিল।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের কথা শুনে আন্তর্জাতিক বিশ্বসহ বাংলার মানুষ হাসে মন্তব্য করে তিনি বলেন, ‘খালেদা জিয়া সরকারের কর্মকাণ্ডে এখন শেখ হাসিনা বলতে পারছেন তত্ত্বাবধায়ক সরকার দিলে নিজের দলের প্রেসিডেন্টকেই নির্বাচিত করা হয়। তখন তিন মাসের জায়গায় দুই বছর ক্ষমতায় থাকে। অনির্বাচিত কোনও সরকারের হাতে আমরা ক্ষমতা দেবো না।’

তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের হত্যাকারী। তাদের এই অনৈতিক কার্যক্রমের জন্যই আওয়ামী লীগ সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে পেরেছে। এখন এটা একটা সিন্ডিকেট, ফ্যাসিবাদী, লুটপাট, মাফিয়াদের সরকারে পরিণত হয়েছে।’

তিনি আরও বলেন, জাপান, চীন, রাশিয়া, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইউরোপ সবার খেলার ময়দান এখন বাংলাদেশ। বাইরের কোনও পরাশক্তির হস্তক্ষেপ আমরা মেনে নিতে পারি না, পারবো না।’

ডা. এম এ সামাদের সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন দলের কেন্দ্রীয় সদস্য শামসুল হক সরকার, তালেবুর ইসলাম প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রাঘাতে তিন কৃষকের মৃত্যু
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো