X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

দেশে-বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই: রেজা কিবরিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩০

সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে মন্তব্য করে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘দেশে-বিদেশে কেউ আর সরকারের সঙ্গে নেই। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট সরকারের গুম-খুন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। অস্ট্রেলিয়ান পার্লামেন্টেও স্যাংশন দেওয়ার প্রস্তাব উঠেছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর প্রেসক্লাবে আকরাম খাঁ হলে গণঅধিকার পরিষদ (একাংশ) আয়োজিত ‘সংবিধান ও গণতন্ত্র: প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

রেজা কিবরিয়া বলেন, ‘আগামী কিছু দিনের মধ্যে আরও কিছু আন্তর্জাতিক খবর শুনতে পাবেন, কিছু দেশের স্যাংশন দেখতে পাবেন— সরকারের অপকর্মের বিরুদ্ধে। তাই এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যায় না। এ সরকার দেশটা ধ্বংস করে দিয়েছে, বিদেশেও দেশের মান-সম্মান ধূলিস্যাৎ করে দিয়েছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফ্রড (প্রতারণা) ও অত্যাচার করে গত দুইটা নির্বাচন পার হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে দুইবার ফ্রডের শিকার হয়ে তৃতীয়বার আবার কে তাদের বিশ্বাস করবে? বাঙালিরা এতটা সহজ নয়, কিছু দালাল আর দালাল দল ছাড়া কেউ (নির্বাচনে) থাকবে না।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘পশ্চিমা বিশ্বের লোকেরা গণতন্ত্রের পক্ষে, জনগণের পক্ষে কথা বলছে। কারণ বাংলাদেশে গণতান্ত্রিক কোনও ব্যবস্থা অবশিষ্ট নেই। আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে মিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে আন্দোলন করেছিল। এখন সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এর জন্য তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

গণঅধিকার পরিষদের (একাংশের) সিনিয়র আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, সিনিয়র আইনজীবী মহসিন রশিদ এবং দলটির ভারপ্রাপ্ত সদস্য সচিব ফারুক হাসান প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
পল্টন মোড়ে নুরুল হকের নেতৃত্বে অবস্থান
আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সরকারের সিগন্যালে হয়েছে: নুর
নির্বাচনের কথা বলা অপরাধ হলে বিএনপি এই অপরাধ করবেই: গয়েশ্বর
সর্বশেষ খবর
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
রাতেই পাকিস্তান ছাড়বে রিশাদ-নাহিদরা: ফারুক
বিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশবিক্ষোভকারীদের ওপর ‘ঠান্ডা পানি স্প্রে’ করছে সিটি করপোরেশন 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন ১২ মে
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
পারভেজ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে টিনা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ