X
সোমবার, ১২ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

নির্বাচন অংশগ্রহণমূলক না হলে জাতীয় সংকট সৃষ্টি হবে: তৈমূর আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২৩, ১৬:৩০আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৭:৩৩

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে, প্রধানমন্ত্রী সেই সংকটের ভুক্তভোগী হবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

তৈমূর আলম প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন এবার নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। কিন্তু আমরা গতকালই দেখেছি সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন। তারা বড় বড় শোডাউন করে মনোনয়নপত্র দাখিল করছেন।’

তিনি বলেন, ‘এক প্রার্থী অস্ত্র প্রদর্শন করে মনোনয়ন ফরম দাখিল করেছেন। সেসব ছবি গণমাধ্যমে প্রকাশ হয়েছে। এসব ছবি আমি প্রধানমন্ত্রীর দফতরে পাঠাবো। প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন, আমি আশা করবো তিনি সেই অঙ্গীকার রক্ষা করতে সক্ষম হবেন।’

নিজের নির্বাচনি এলাকায় অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনও ব্যক্তিকে শক্তিশালী মনে করি না। আবার ছোট করেও দেখি না। আমি আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্বাস করি। সুতরাং নির্বাচনে মন্ত্রী কোনও বিষয় নয়, বিষয় হলো জনগণ।

সরকারের সঙ্গে আপনারা নাকি আসন ভাগাভাগি করেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা এ ধরনের কথা বলছে তাদের তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলেন।’

নির্বাচন কমিশনের কাছে অভিযোগ না করে প্রধানমন্ত্রীর কাছে কেন অভিযোগ করতে চান?—প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতির কাছে অঙ্গীকার করেছেন। আর বিরোধী মতাদর্শের লোকজনকে রক্ষা করার দায়িত্বও তার। তাই আমি তার কাছে অভিযোগ জানাতে চাই।’

তৃণমূল বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু না হয় তাহলে জাতীয় সংকট সৃষ্টি হবে। আর এ সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/ইএইচএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভালো আছেন খালেদা জিয়া, এপ্রিলের মাঝামাঝি ফেরার সম্ভাবনা
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
‘আ.লীগ কার্যালয়ে বসে বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে বেছে নেওয়া হয়েছে’
সর্বশেষ খবর
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
আওয়ামী লীগ কার্যালয় দখল করলেন বিএন‌পি নেতারা
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
ঋণের চাপে ছোট হচ্ছে বাজেট, উন্নয়নে বরাদ্দ ৪ বছরে সর্বনিম্ন
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা