X
মঙ্গলবার, ২১ মে ২০২৪
৭ জ্যৈষ্ঠ ১৪৩১

এবার গণতন্ত্রী পার্টির নিবন্ধন বাতিল করতে চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১০আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৯:১০

গণতন্ত্রী পার্টির মনোনীত সব প্রার্থীর প্রার্থিতা বাতিলের পর এবার দলটির নিবন্ধন বাতিল করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে নিবন্ধন বাতিলের শুনানিতে আসতে আগ্রহী কিনা তা জানতে চেয়ে গণতন্ত্রী পার্টির দুই অংশকে পৃথক চিঠি দিয়েছে ইসি। চিঠিতে আগামী ১৫ দিনের মধ্যে তাদের অবস্থান জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির উপসচিব মাহবুব আলম শাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশের সব শর্ত প্রতিপালনের শর্তে সব রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনের নিবন্ধন দেওয়া হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুসারে প্রত্যেক নিবন্ধিত দলকে নিবন্ধনের শর্তাদি প্রতিপালন সম্পর্কে কমিশনকে সময় সময় অবহিত করার বিধান রয়েছে।

এতে বলা হয়– গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক দুই ভাগে বিভক্ত হয়ে দুটি কমিটি কমিশনে আলাদাভাবে দাখিল করে। অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনও ওই দলের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক না। তাদের পৃথক দুটি চিঠিতে ২০১২ সালের কাউন্সিল ও ২০২৩ সালের প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ব্যক্তিদের তালিকা ও রেজুলেশনসহ জেলা ও উপজেলা দফতরের ঠিকানাসহ নির্বাচিত কমিটির তালিকা ২৭ আগস্টের মধ্যে পাঠাতে বলা হয়। পরে তাদের অনুরোধে কমিশন আরও এক মাস সময় বাড়িয়েছে।

ইসির চিঠি সূত্রে জানা গেছে, নতুন বেঁধে দেওয়া সময় অনুযায়ী দুই ভাগে কাগজপত্র জমা দেওয়া হয় ইসিতে। কাগজপত্রে ঘাটতি থাকায় সেটা পূরণ করতে নতুন করে আরও সাত দিন সময় দেওয়া হয় দলের দুটি অংশকে। পরে তারা আবারও দুই ভাগে কাগজপত্র জমা দেয়। এ কারণে কমিশন দুটি অংশকে সরাসরি উপস্থিত হয়ে শুনানির সিদ্ধান্ত নেয়। ওই শুনানি এবং দাখিলকৃত কাগজপত্র পর্যালোচনা করে ইসি গণতন্ত্রী পার্টির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

চিঠিতে নিবন্ধন বাতিলের অংশ হিসেবে গণতন্ত্রী পার্টি শুনানি প্রদানে ইচ্ছুক কিনা তা আগামী ১৫ দিনের মধ্যে ইসি সচিবালয়কে জানাতে বলেছে।

এ বিষয়ে জানতে চাইলে এক অংশের সভাপতি ডা. শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, চিঠির বিষয়টি তিনি জেনেছেন। ইসি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের জন্য এই মুহূর্তে কমিশনে অপেক্ষা করছেন। অপর অংশের সভাপতি আরশ আলীকে ফোনে পাওয়া যায়নি।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত গণতন্ত্রী পার্টি ২০০৮ সালের ৩ নভেম্বর নির্বাচন কমিশনে নিবন্ধন পায়। দলটির নিবন্ধন নম্বর ০০৮।

আরও পড়ুন- গণতন্ত্রী পার্টির সবার প্রার্থিতা বাতিলের নির্দেশ

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
দ্বিতীয় ধাপে ভোটের হার ৩০ শতাংশের ওপরে, দাবি সিইসি’র
উপজেলা নির্বাচনদ্বিতীয় ধাপে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
উপজেলা নির্বাচনচার ঘণ্টায় ভোট পড়েছে ১৭ শতাংশ
সর্বশেষ খবর
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ময়মনসিংহের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর থেকে সরকারি কর্মীদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার জান্তা
রাখাইনের দক্ষিণাঞ্চলীয় শহর থেকে সরকারি কর্মীদের সরিয়ে নিচ্ছে মিয়ানমার জান্তা
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী
যশোরের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
যশোরের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
সর্বাধিক পঠিত
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
১০০ লিচু ১০০০ টাকা, তবু দুশ্চিন্তায় এই গ্রামের চাষিরা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
সংসদীয় কমিটির তোপের মুখে টেলিটক
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
বিসিএস বাণিজ্য ক্যাডার সংস্কারে নতুন আদেশ
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান
সহিংসতার দুটি মামলা থেকে খালাস পেলেন ইমরান খান