প্রহসনমূলক উপজেলা নির্বাচনের নামে সন্ত্রাস-হানাহানির প্রতিবাদে ও লোডশেডিং সংকট সমাধান না করে উল্টো বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার (১১ মে) বিকাল ৪টায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সেগুনবাগিচা, নাইটেঙ্গেল, পল্টনসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিজয়-৭১ চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। তিনি বলেন, ডামি ও প্রহসনমূলক সংসদ নির্বাচনের পর বহু ঢাকঢোল পিটিয়ে মার্কা বাদ দিয়ে সরকারি দল উপজেলা নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা ও অংশগ্রহণ দেখাতে চেয়েছিল, তা ব্যর্থ হয়েছে। জনগণ প্রত্যাখ্যান করেছে।
দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, আমরা অনেক আগেই বলেছি বাংলাদেশে নির্বাচনব্যবস্থা আর অবশিষ্ট নেই। এই নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে।
পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা ও লজ্জা দিনে দিনে সমান হারে কমছে। একটি দল নিজের কর্মদোষে ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার এটা বড় লক্ষণ।
যুগ্ম আহ্বায়ক এ বি এম নাজমুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।