X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শাকিলের স্মরণসভা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৩আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:৪৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, লেখক, রাজনীতিবিদ ও ফেডারেশনের নেতাকর্মীরাসহ অনেকেই।

শনিবার (৫ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা পালনের পর শহীদ জুলফিকার আহমেদের শাকিলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তার সহযোদ্ধা, সহপাঠী ও পরিবারের সদস্যরা।

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ শাকিলের স্মরণসভা অনুষ্ঠিত স্মরণসভায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই অভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও অনেক মানুষ। আমরা সেইসকল শহীদদের প্রতি তখনই যথাযথ মর্যাদা দিতে পারবো যদি যে আকাঙ্ক্ষার জন্য তারা জীবন দিয়েছেন তা পূরণ করতে পারি। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমরা সেই লড়াই চালিয়ে যাবো। শহীদ শাকিলসহ সহস্র শহীদ সেই লড়াইয়ে আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে।"

ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেন, "ছাত্র ফেডারেশন দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী লড়াইকে সংগঠিত করার চেষ্টা করেছে, নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে আমাদের লড়াই জারি রাখবো। শাকিল সেই লড়াইয়ে আমাদের অনুপ্রেরণা জোগাবেন।”

সভাপতির বক্তব্যে ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সভাপতি আল-আমিন রহমান বলেন, “অভ্যুত্থানে ছাত্র ফেডারেশনের প্রধান নায়ক শহীদ জুলফিকার আহমেদ শাকিল। মানুষের মুক্তির সংগ্রামে আমাদের যে মরণপণ লড়াইয়ে শাকিল ছাত্র ফেডারেশনের প্রথম শহীদ। আমরা সেই লড়াই অব্যাহত রাখবো।"

ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক নুসরাত হকের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য রাখেন আমাদের পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক সজল হোসেন, দফতর সম্পাদক লালরিথাং বম আথাং, শহীদ শাকিলের মামা শহীদুল ইসলাম।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন লেখক নৃবিজ্ঞানী রেহনুমা আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতারসহ সাবেক ছাত্রনেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
গরমে শরীর ঠান্ডা রাখবে এই ১০ খাবার
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
আ.লীগের সঙ্গে জামায়াতেরও বিচার চায় বাসদ
বাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশ দিবস উদযাপনবাংলাদেশে বিনিয়োগের আহ্বান বাণিজ্য উপদেষ্টার
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
১০ জনের চেলসিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আরও কাছে নিউক্যাসেল
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে