X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ভারত বারবার বাংলাদেশকে অবমাননা করছে, বরদাশত করা যায় না: হেফাজত মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:০৫

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘জাতীয় ঐক্যের বিকল্প নেই’ উল্লেখ করে হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেছেন, ‘সীমান্তে বারবার ভারত আগ্রাসন চালিয়ে আমাদের দেশকে অবমাননা করছে। যা কোনোভাবেই বরদাশত করা যায় না। সরকারের উচিত, এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’

সাভারের কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলূম আয়োজিত এক ইসলামি মহা-সম্মেলনে ‘প্রধান মেহমান’-এর বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহা-সম্মেলনে হিফজুল কুরআন, দাওরায়ে হাদিস ও ইফতা সমাপনকারী ১৫৬ জন শিক্ষার্থীকে দস্তারে ফজিলত দেওয়া হয়। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের ‘দাওরায়ে হাদিসের’ এক দশক পূর্তি উপলক্ষে বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত চলে এ আয়োজন।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, ‘একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ করে নিত্যপণ্যের মূল্য হ্রাস এবং সাধারণ মানুষের কষ্ট লাঘবেও মনোযোগী হওয়া উচিত। আজ গরিব অসহায় মানুষের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। আল্লাহর বিধান মেনে ওলামায়ে কেরামের পরামর্শে দেশ পরিচালনা করুন। তাহলে দেশে শান্তি, শৃঙ্খলা, সমৃদ্ধি এবং বরকত বৃদ্ধি পাবে।’

জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদীস মাওলানা মুহিউদ্দীন রাব্বানী সভাপতিত্বে ‘বিশেষ মেহমান’ হিসেবে বক্তব্য দেন হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, এই মাদ্রাসার নায়েবে মুহতামিম ও হেফাজতের কেন্দ্রীয় অফিস সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, উত্তরাস্থ জামি‘আতুল মানহালের উস্তাযুল হাদিস মুফতি আদনান মাসঊদ এবং সাভারস্থ আনন্দপুর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা সাঈদ আহমাদ লাকসামী প্রমুখ। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদীন ফারুক। আরও বক্তব্য দেন, ঢাকা-১৯ এর সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহ উদ্দীন বাবু।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
নারীর প্রতি ‘অশালীন মন্তব্য’: হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ
৫ মে: হেফাজতের ঘরোয়া মতবিনিময়, সড়কে কর্মসূচি শিবিরের
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
আ. লীগ নিষিদ্ধের দাবির সঙ্গে ইলিয়াস কাঞ্চনের জেপিবির একাত্মতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ