দিল্লি-ইসলামাবাদ পরিস্থিতিতে বাংলাদেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা। এমন অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (৭ মে) দুপুরে পার্টির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানে ভারতের আকস্মিক হামলা দুই দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে এবং যুদ্ধাবস্থার সৃষ্টি করেছে। ঘটনাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় সরাসরি আঘাত করেছে, যা খুবই উদ্বেগজনক। উভয় পক্ষকে এ অঞ্চলের শান্তি ও স্থিতির স্বার্থে যথাযথ ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানায় এনসিপি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এ অবস্থায় ভারতে অবস্থানরত পলাতক ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাজারও নেতাকর্মী বাংলাদেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তারা সীমান্তে অনুপ্রবেশ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জান-মালের ক্ষতি করতে সক্রিয় রয়েছে। অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। এসব বিষয় বিবেচনায় অন্তর্বর্তী সরকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষাকারী বাহিনীকে সার্বক্ষণিক নজরদারি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
এনসিপি মনে করে, বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতে ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সমন্বয়ে একটি শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ জাতীয় ঐক্যের ক্ষেত্রে এনসিপি সক্রিয় ভূমিকা পালনের দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। জনগণের সংগঠিত শক্তি এবং সর্বাত্মক সতর্কতাই বাংলাদেশকে ফ্যাসিস্ট ষড়যন্ত্র ও বৈদেশিক আগ্রাসন থেকে রক্ষা করতে সক্ষম হবে।